চুলের সমস্যা কমবেশি আমাদের সকলেরই থাকে৷ বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতায় সেই সমস্যা বেড়ে যায় কয়েক গুণ৷ এ ছাড়া আরও সমস্যা যোগ হয় এই সময়ে৷ বর্ষায় আপনার চুল ভাল রাখতে ভরসা রাখুন তেলে৷
2/ 7
কিছু নির্দিষ্ট তেল আছে৷ তা দিয়ে ভাল করে স্ক্যাল্প ও চুল ভাল করে মালিশ করলে বর্ষায় আপনার চুল ভাল থাকবেই৷ তার মধ্যে প্রথমেই আসবে রেড অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল ৷
3/ 7
পেঁয়াজের তেলে আপনার স্ক্যাল্পের পিএইচ ব্যালান্স ঠিক থাকে৷ চুলে শক্তি যোগান দেয়৷ খুসিক ও জটপড়া চুলের সমস্যা দূর করে৷
4/ 7
বর্ষায় চুল পড়া কমাতে ভৃঙ্গরাজের মতো ভাল উপাদান আর হয় না৷ এই উপাদানের গুণে চুল পাতলাও হয় না৷ টাক পড়ার সমস্যাও দেখা দেয় না৷ নতুন চুল গজাতে, চুলের বৃদ্ধিতেও সহায়ক ভৃঙ্গরাজ ৷ এছাড়া এই তেলের স্পর্শ মানসিক চাপও দূর করে ৷
5/ 7
নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন স্ক্যাল্পে পুষ্টি যোগায়৷ ফলে চুলের গোড়াতেও পুষ্টির যোগান হয়৷ চুলের শুষ্কতাও দূর করে নারকেল তেল৷
6/ 7
বর্ষায় ল্যাভেন্ডার অয়েল খুবই কার্যকর ৷ এর অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণে স্ক্যাল্পের চুলকানি-সহ সব সংক্রমণ দূর হয়৷ অন্য এসেনশিয়াল অয়েলের সঙ্গে মিশিয়েও ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করতে পারেন৷
7/ 7
আমরা সর্ষের তেল রান্না ও গায়ে মাখার কাজে ব্যবহার করলেও চুলের জন্যেও এই তেল খুবই উপকারী ৷ সর্ষের তেল মালিশ করলে স্ক্যাল্পে রক্তপ্রবাহ সঠিকভাবে বজায় থাকে৷ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণের জন্য বর্ষায় চুলের যত্নের জন্য ব্যবহার করুন সর্ষের তেল৷