TRENDING:

Eye Flu: চোখ লাল টকটকে, সঙ্গে জ্বালাপোড়া, বর্ষায় হু হু করে বাড়ছে এই রোগ, ভয়ে আতঙ্কিত মানুষ

Last Updated:

Eye Flu: কনজাংটিভাইটিস হলে চোখে জল পড়া বা পুঁজ পড়ার মতো সমস্যা দেখা দেয়৷ বর্ষাকালে এটি আরও বেড়ে যায়৷ চোখের জ্বালা হলে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন,তবে না সারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাজিয়াবাদ: বর্ষাকাল আসতেই চোখের সমস্যা বাড়তে শুরু করেছে হু হু করে। চোখ লাল টকটকে, সঙ্গে জ্বালাভাব, চুলকানি, চোখে জল পড়া এই সমস্যা এখন প্রতিটা ঘরে ঘরে৷ আসলে এই সমস্যাকে বলে কনজাংটিভাইটিস । জেলা হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে উভয়ের ওপিডিতেই প্রচণ্ড ভিড় বাড়ছে দিন দিন। সম্প্রতি রোগীর সংখ্যা বাড়ার বিষয়ে গাজিয়াবাদ স্বাস্থ্য বিভাগ একটি গাইডলাইন জারি করেছে। যেখানে বলা হয়েছে, জেলায় বর্তমানে সিএইচসির পাশাপাশি চোখের রোগীরাও প্রতিদিন ইউপিএইচসিতে আসছেন৷গাজিয়াবাদের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ ভবতোষ শঙ্খধর জেলা হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ৫ হাজারেরও বেশি চোখের ড্রপ পাঠিয়েছেন। জেলা এমএমজি হাসপাতালের সিএমএস মনোজ চতুর্বেদী জানিয়েছেন যে ওপিডিতে ৩০ শতাংশ রোগী চোখের ব্যথার কারণে আসছেন। চোখের এই রোগ নিয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ৷
চোখ লাল টকটকে, সঙ্গে জ্বালাপোড়া, বর্ষায় হু হু করে বাড়ছে এই রোগ, ভয়ে আতঙ্কিত মানুষ
চোখ লাল টকটকে, সঙ্গে জ্বালাপোড়া, বর্ষায় হু হু করে বাড়ছে এই রোগ, ভয়ে আতঙ্কিত মানুষ
advertisement

কনজাংটিভাইটিস কি

জেলা এমএমজি হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নরেন্দ্র কুমার বলেছেন, চোখে একটি স্বচ্ছ পাতলা ঝিল্লি আছে, কনজাংটিভা। যা আমাদের চোখের পাতার ভেতরের অংশ এবং চোখের সাদা অংশকে ঢেকে রাখে, এতে সংক্রমণ হলেই তাকে কনজাংটিভাইটিস বলে। যখন কনজাংটিভার ক্ষুদ্র রক্তনালীগুলি ফুলে যায়, তখন তারা আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয় এবং চোখের সাদা অংশ লাল বা গোলাপী দেখায়। ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ বা চোখের অ্যালার্জির কারণে কনজাংটিভাইটিসের সমস্যা হতে পারে।

advertisement

কনজাংটিভাইটিসের লক্ষণ

লাল ফোলা চোখ: এই সমস্যার কারণে চোখ লাল হয়ে যায়। চোখের উপরের স্তরেও ফোলাভাব দেখা দেয়। যার কারণে ব্যথা হয় এবং অনেক সময় একটানা জল বের হয়।

চোখে জ্বালাপোড়া বা চুলকানি: কনজাংটিভাইটিস হলে চোখে জল পড়া বা পুঁজ পড়ার মতো সমস্যা দেখা দেয়৷ বর্ষাকালে এটি আরও বেড়ে যায়৷ চোখের জ্বালা হলে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন,তবে না সারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

advertisement

চোখের চারপাশের ত্বক ঝকঝকে হওয়া: কনজাংটিভাইটিস হলে অনেক সময়েই চোখের চারপাশের ত্বক ঝকঝকে হওয়াও একটি লক্ষণ ।

আরও পড়ুন-প্রেগন্যান্সিতেও বাধা, কাজ করবে না ওষুধও, থাইরয়েড হলে ভুলেও এই ৪ জিনিস খাবেন না

আরও পড়ুন-এক পাশ ফিরে ঘুমোচ্ছেন? ত্বক তো ঝুলে যাবেই, বলিরেখায় ভরবে মুখ, সাবধান!

কীভাবে এড়িয়ে চলবেন

advertisement

চোখে হাত দেওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নেওয়া জরুরি৷ এতে সংক্রমণের ঝুঁকি কমায়। এই সময়টা আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন এবং হাত মেলাবেন না।

চোখে জ্বালা ও লালভাব হলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

চোখে বারবার নোংরা হাত নেবেন না, চোখ চুলকাবেন না। প্রয়োজনে চশমা পড়ুন৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye Flu: চোখ লাল টকটকে, সঙ্গে জ্বালাপোড়া, বর্ষায় হু হু করে বাড়ছে এই রোগ, ভয়ে আতঙ্কিত মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল