TRENDING:

Party Etiquettes: বর্ষবরণের পার্টিতে যাচ্ছেন? ভুলেও এই ভুলগুলো করবেন না যেন

Last Updated:

পার্টি আসলে সামাজিকতা৷ তাই নিমন্ত্রিতদের কিছু সামাজিক শিষ্টাচার ও সৌজন্য মেনে চলতেই হয় (etiquettes to be followed for New Year’s Eve Party)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উপলক্ষ যা-ই হোক না কেন, যে কোনও পার্টি আসলে সামাজিকতা৷ তাই নিমন্ত্রিতদের কিছু সামাজিক শিষ্টাচার ও সৌজন্য মেনে চলতেই হয় (etiquettes to be followed for New Year’s Eve Party)৷ পার্টির আমন্ত্রণ এলে ‘আরএসভিপি’ শব্দটা মনে রাখবেন৷ ফরাসি শব্দটার পুরো অর্থ ‘রেপন্দে সি’ল ভ্যু প্লে’, অর্থাৎ অনুগ্রহ করে উত্তর দিন৷ তাই যিনি পার্টি দিচ্ছেন তাঁকে অবশ্যই জানান আপনি যেতে পারবেন কি না৷ কোনও কারণে যেতে না পারলেও বিনীতভাবে তাঁকে জানিয়ে দিন৷
advertisement

#  পার্টিতে যত জনের নিমন্ত্রণ, তত জনই যাবেন৷ আপনার বাড়িতে হঠাৎ কোনও অতিথি চলে এলে তাঁকে নিজের থেকে নিয়ে চলে যাবেন না৷ বরং, গৃহকর্তাকে জানান, আপনার বাড়িতে অতিথি এসে পড়েছেন৷ তিনি তাঁকেও নিমন্ত্রণ করলে অবশ্যই নিয়ে যান৷

আরও পড়ুন : বর্ষবরণের পার্টির হ্যাংওভার কাটিয়ে ফেলুন এই সহজ ঘরোয়া উপায়ে

advertisement

#  আপনি কি খুব কথা বলেন? পার্টিতে গিয়ে নিজেই সব সময় কথা বলে যাবেন না৷ অন্যদেরও বলতে দিন৷ মাঝে মাঝে শ্রোতার ভূমিকাও পান করুন৷

# নির্দিষ্ট সময়মতো পার্টিতে পৌঁছন৷ অতিরিক্ত আগে বা খুব দেরিতে পার্টিতে যাবেন না৷ দিনভর যতই কাজ করুন না কেন, পার্টিতে পৌঁছন হাসিমুখে৷ সঙ্গে রাখুন আমন্ত্রণকারীর জন্য ছোট হলেও একটা উপহার৷

advertisement

আরও পড়ুন : সদ্য কর্মজীবন থেকে অবসর নিয়েছেন পরিবারের কেউ? স্পর্শকাতর সময়ে এভাবেই তাঁর পাশে থাকুন

# মদ্যপান না করলেও অস্বস্তি প্রকাশ করবেন না৷ হাসিমুখে সুরা প্রত্যাখ্যান করে নিয়ে হাতে তুলে নিন কোনও নরম পানীয়৷ তবে নরম হোক বা কঠিন, পানীয়র গ্লাস ধরুন কেতা মেনেই৷ খামচে না ধরে পানপাত্রের নীচের অংশ হাল্কা কিন্তু দৃঢ় স্পর্শে ধরে থাকুন৷

advertisement

# বিদেশি অনেক রীতিনীতি ও কেতা এখন জনপ্রিয় আমাদের দেশেও৷ বর্ষবরণের পার্টিতে ঘড়ির কাঁটা ১২ টার ঘর ছুঁলেই অনেক পার্টিতে সঙ্গী বা সঙ্গিনীকে সর্বসমক্ষে চুম্বনের রীতি আছে৷ অস্বস্তি হলে সেই রীতি থেকে বিরত থাকুন৷ হাসিমুখে বিনীতভাবে প্রত্যাখ্যান করুন৷ তবে অন্য কোনও অভ্যাগত করলে অসহিষ্ণুতাও প্রকাশ করবেন না৷

আরও পড়ুন : শুধুই কচুরির পুর বা আলুরদমের সজ্জা নয়, সব্জি হিসেবেও মটরশুটির গুণ অসামান্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

# পার্টিতে বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই৷ আগে থেকেই জেনে নিন পার্টিতে আপনার সন্তানের বয়সি কোনও সঙ্গী থাকবে কিনা৷ যদি বুঝতে পারেন আপনার বাচ্চা পার্টি উপভোগ করতে পারবে না, তাহলে তাকে না নিয়ে যাওয়াই শ্রেয়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Party Etiquettes: বর্ষবরণের পার্টিতে যাচ্ছেন? ভুলেও এই ভুলগুলো করবেন না যেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল