আরও পড়ুন : সহজ এই উপায়গুলিতে শীতেও চুল থাকে মোলায়েম
# প্রয়োজনীয় টিপস শেয়ার করে অঞ্চল লিখেছেন, ‘‘চারদিকে শীত যখন এসেই গেল, তখন শুষ্কতা দূর করতে এ সময় ত্বকের বিশেষ খেয়াল রাখতেই হবে৷
# সম্ভব হলে স্নান করুন ঠান্ডা জলেই৷ খুব গরম জলে স্নান করলে ত্বক আরও শুকনো হয়ে পড়ে৷ একান্তই ঠান্ডা জলে স্নান করা সম্ভব না হলে ঠান্ডা ও গরম জল মিশিয়ে স্নান করুন৷ সরাসরি গরম জলে স্নান না করাই ভাল৷
advertisement
আরও পড়ুন : কনকনে শীতে দাঁতের যন্ত্রণা এড়াতে এখনই ডায়েটে রাখুন এই খাবারগুলি
# শীতে ব্যবহার করুন গ্লিসারিন সাবান৷ যে সাবানে ক্ষার অত্যন্ত বেশি, শীতে সেই সাবান ত্বকের ক্ষতি করে৷
# স্নানের পর গায়ে জলীয় পরশ থাকতে থাকতেই ময়শ্চারাইজার মাখুন৷ এতে আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে৷ কখন ত্বক সম্পূর্ণ শুকনো হবে, তার পর ময়শ্চারাইজার মাখব-এই ভেবে অপেক্ষা করে থাকবেন না৷
আরও পড়ুন : ডেঙ্গু যন্ত্রণা থেকে বাতের ব্যথা উপশম, শিউলি অব্যর্থ শারীরিক নানা সমস্যায়
# সব সময় সুতির তোয়ালে ব্যবহার করুন৷ শীতেও শীতবস্ত্র ছাড়া অন্যান্য পোশাক সুতিরই পরুন৷
# সারা দেহের ত্বকের সঙ্গে বিশেষ যত্ন নিন হাত ও পায়ের৷