TRENDING:

Tips to clean gas stove: মশলার দাগ-সহ তেলচিটে গ্যাসের আভেন ও বার্নার সাফ করতে নাজেহাল? আপনার জন্য ঘরোয়া সমাধান

Last Updated:

আভেন পরিষ্কার থাকলে গ্যাসের খরচও নিয়ন্ত্রিত থাকে৷ তেলমশলার দাগছোপ লাগা আভেন পরিষ্কার করার জন্য ইল কিছু ঘরোয়া টিপস (Tips to clean gas stove)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাইক্রোওয়েভ বা ইন্ডাকশন স্টোভ যতই আসুক না কেন, তারা কেউই গ্যাসের জায়গা নিতে পারেনি৷ ভারতীয় রসুইঘরে এখনও গ্যাসের মহিমা উজ্জ্বল৷ কিন্তু রকমারি রান্নার পর গ্যাসের আভেন পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ ৷ কারণ আভেন পরিষ্কার থাকলে গ্যাসের খরচও নিয়ন্ত্রিত থাকে৷ তেলমশলার দাগছোপ লাগা আভেন পরিষ্কার করার জন্য ইল কিছু ঘরোয়া টিপস (Tips to clean gas stove)-
advertisement

বেকিং সোডা ও ডিশ সাবান-

একটা বাটিতে সম পরিমাণ বেকিং সোডা ও বাসন মাজার লিকুইড সাবান মিশিয়ে রাখুন৷ একটু ফেনা হতেই সেই মিশ্রণ ঘণ্টাখানেক ভিজতে দিন৷ তার পর সেটা দিয়ে ভাল করে আভেন পরিষ্কার করে নিন৷

আরও পড়ুুন : ছেলেমেয়ের জন্য বাড়িতেই রাঙিয়ে তুলুন বাসন্তী পাঞ্জাবী ও শাড়ি, রইল সহজ পদ্ধতি

advertisement

লেবু ও বেকিং সোডা-

দাগ যতই কড়া হোক না কেন, তা উঠে যায় বেকিং সোডার কল্যাণে৷ লেবুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য৷ তার ফলে জীবাণুনাশক৷ দুই উপাদান একসঙ্গে মেশালে তেলচিটে দাগ সম্পূর্ণ তুলে ফেলে৷ এই মিশ্রণে গ্যাস আভেনের গায়ে দাগও লাগবে না৷ লেবুর টুকরোর উপরে বেকিং সোডা ছিটিয়ে সেটা দিয়ে পরিষ্কার করে নিন৷ তার পর ভিজে তোয়ালে দিয়ে মুছে নিন৷

advertisement

আরও পড়ুুন : শারীরিক সম্পর্কের ইচ্ছে দিন দিন কমছে? এই কারণগুলি দায়ী নয় তো?

ভিনিগার-

সাদা ভিনিগার এই কাজে অতুলনীয়৷ এক অংশ সাদা ভিনিগারের সঙ্গে দুই অংশ কলের জল মিশিয়ে নিন৷ এই মিশ্রণ দিয়ে আভেন পরিষ্কার করে নিন৷ সাদা ভিনিগারের অ্যাসিড অংশ সাফ করতে সাহায্য করে৷

advertisement

আরও পড়ুুন : নামেই সুবাসিত! ‘ল্যাভেন্ডার ম্যারেজ’ ঠিক কী ধরনের বিয়ে?

জল-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোনও উপকরণ না থাকলে জলই আপনার ভরসা৷ সসপ্যানে জল গরম করে নিন৷ দাগ লেগে থাকা অংশের উপর এই উষ্ণ জল লাগিয়ে অপেক্ষা করুন কিছু ক্ষণ৷ স্পঞ্জের উপর লিকুইড সাবানের ফোঁটা দিয়ে মুছে নিন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tips to clean gas stove: মশলার দাগ-সহ তেলচিটে গ্যাসের আভেন ও বার্নার সাফ করতে নাজেহাল? আপনার জন্য ঘরোয়া সমাধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল