Saraswati Puja 2022: ছেলেমেয়ের জন্য বাড়িতেই রাঙিয়ে তুলুন বাসন্তী পাঞ্জাবী ও শাড়ি, রইল সহজ পদ্ধতি

Last Updated:

Saraswati Puja 2022:শুধু অক্ষর পরিচয়ই নয়, বাঙালি বাড়ির কন্যাদের গড়পড়তা প্রথম শাড়ি পরার হাতেখড়িও হয় সরস্বতী পুজোর দিনই৷

পলাশপ্রিয়ার আরাধনা মানেই বাড়ির খুদে রাজকন্যার সেজে ওঠা বাসন্তী শাড়িতে৷ শুধু অক্ষর পরিচয়ই নয়, বাঙালি বাড়ির কন্যাদের গড়পড়তা প্রথম শাড়ি পরার হাতেখড়িও হয় সরস্বতী পুজোর (Saraswati Puja 2022) দিনই৷ কৈশোরের ঈষৎ রক্তিম অনুভূতির বদলে শৈশবের শাড়ি পরা শুধুই সারল্যের৷
এখন দোকানে, বুটিকে নানা রকমের বাসন্তী শাড়ি কিনতে পাওয়া যায়৷ তবে আগে শাড়ি পীতবর্ণ করতে ভরসা ছিল গাছের গাঁদা অথবা শিলে কোটা নতুন হলুদই৷ সেভাবেও শাড়ি তৈরি করে দিতে পারেন আপনার মেয়েকে৷ সম্পূর্ণ অর্গানিক শাড়িতে থাকবে আপনার হাতের ছোঁয়া৷
তার জন্য প্রথমে আপনার মেয়ের মাপসই কয়েক গজ সাদা কাপড় কিনুন৷ সঙ্গে লাগবে একটা বড় পাত্র, হলুদ, জল ও নুন৷ প্রথমে একটা পাত্রে ৬ কাপ জল গরম করুন৷ তাতে মিশিয়ে নিন দু’ চামচ হলুদ বাটা এবং একমুঠো সৈন্ধব লবণ৷ ভাল করে মিশিয়ে ফুটতে দিন৷
advertisement
advertisement
আরও পড়ুন : ছোট থেকে এভাবেই আপনার শিশুকে শেখান সুস্পর্শ ও কুস্পর্শের পার্থক্য
আপনি তত ক্ষণে সাদা কাপড়টিকে ভিজিয়ে নিন৷ তার পর ভাঁজ করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন৷ খুব নরম সুতির কাপড় কিনবেন, তাহলে রং ধরতে সুবিধে হবে৷ এদিকে হলুদ মেশানো জল তো ফুটে গিয়েছে৷ তার মধ্যেই দিয়ে দিন বাঁধা কাপড়ের টুকরোটিকে৷ কয়েক মিনিট রেখে উঠিয়ে নিন৷
advertisement
আরও পড়ুন : স্টোরি-তে ছবি দেখে হতবাক নেটদুনিয়া, সুদীপা জানালেন তাঁর প্রোফাইল হ্যাকড
এ বার বাঁধন খুললে দেখবেন দিব্যি টাই অ্যান্ড ডাই-এর মতো নক্সা হয়ে গিয়েছে শাড়ি জুড়ে৷ যদি সেই নক্সা না চান, তাহলে কাপড় না বেঁধে মিশ্রণের ভিতরে দিয়ে দিন৷ তাহলে পুরো শাড়িতেই রং হয়ে যাবে৷ এর পর ভাল করে রোদে শুকিয়ে নিন৷
advertisement
আরও পড়ুন : অসমবয়সি বন্ধুত্ব ঘিরেই গল্প, ৬ মে মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’
শুধু মেয়ের শাড়ি নয়, ইচ্ছে হলে আপনি এভাবেই বাড়িতে তৈরি করতে পারবেন ছেলের জন্য বাসন্তী পাঞ্জাবীও৷ পাঞ্জাবী ও শাড়িতে হলুদ জমিন তৈরি হয়ে গেলে আপনি পছন্দমতো এঁকে নিন৷ চিরাচরিত ছবির পাশাপাশি লিখে দিতে পারেন ছোটদের পরিচিত ছড়া বা কবিতার লাইন অথবা বর্ণমালার অক্ষরও৷ আপনা হাতের ছোঁয়ায় আপনার খুদের বাসন্তীসাজ হবে নজরকাড়া৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saraswati Puja 2022: ছেলেমেয়ের জন্য বাড়িতেই রাঙিয়ে তুলুন বাসন্তী পাঞ্জাবী ও শাড়ি, রইল সহজ পদ্ধতি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement