আরও পড়ুনঃ শীতে কোথাও বুকিং পাচ্ছেন না? ঘুরে আসুন এই জায়গায়! প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে, খরচও সাধ্যের মধ্যে
২ ফুট লম্বা এগরোল চেখে দেখেছেন কখনও?তাও মাত্র ৫০ টাকায়। যা খেতে ভিড় জমাচ্ছেন খাদ্য রসিকরা কিন্তু এই রোল একা খেয়ে শেষ করতে পারবেন না আপনিও। ভাবছেন তো কোথায় পাবেন এই রোল ? বর্ধমান শহরের শ্রীপল্লী এলাকায় পিসিমনির হোটেল এন্ড রেস্টুরেন্ট,আর এখানেই মিলছে ২ ফুটের এগরোল। আর শুধু এগরোলই নয় এখানে আপনি পাবেন দু-ফুট লম্বা ডবল ডিমের রোল, এগ চিকেন রোল, পনির রোলও। পাশাপাশি রোল নয় দুপুরের খাবারের থালিতেও রয়েছে বিশেষত্ব চিকেন থালি,মটন থালি,মাছ থালি মিলছে মাত্র ৬০ টাকায়। দোকান মালিক সারথি দত্ত বলেন, সকলের কথা চিন্তা করি এই রোল বানান। এখানের একটা রোল নিয়ে দুজন মিলে খেতে পারবে। আগে এগ রোলের দাম ৪০ টাকা ছিল ডিমের দাম বাড়ায় ৫০ টাকা করতে হয়েছে।
advertisement
আর এই দু-ফুট লম্বা রোল খেতে এখন পিসিমণির হোটেল এন্ড রেস্টুরেন্ট ভিড় জমাচ্ছেন বর্ধমানবাসী। ক্রেতা বলেন, অন্যান্য দোকানে থেকে এই রোলের টেস্টও ভাল আবার একই দামে বড় রোল পাওয়া যাচ্ছে। তাই এই দোকানে আসা। তাই আর দেরি কীসের? এবার আপনার খাদ্যরসিক বন্ধুটিকে দিন দু-ফুট লম্বা রোল খাওয়ার চ্যালেঞ্জ। কে আগে একা শেষ করতে পারে এই ২ ফুটের রোল!





