আরও পড়ুনঃ পুজো উদ্যোক্তাদের জন্য আগাম সতর্কতা! কবে থেকে ঝেঁপে বৃষ্টি? পুজোর আনন্দ মাটি হবে নাকি!
এই সমস্ত থালির দাম শুরু হচ্ছে মাত্র ৫০ টাকা থেকে। তবে পুজো উপলক্ষে তাঁদের মূল আকর্ষণ স্পেশ্যাল ভেজ ও ননভেজ থালি। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত এই থালি পাওয়া যাবে তাঁদের হোটেলে। স্পেশ্যাল ভেজ থালিতে থাকছে সরু চালের ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, দু’রকম সবজি, পোস্তর বড়া, দই, মিষ্টি, চাটনি, পাপড়। দাম রয়েছে মাত্র ১০০ টাকা। এ-ছাড়াও ননভেজ থালির মধ্যে রয়েছে চিকেন থালি, মাটন থালি, পমপ্লেট থালি, ইলিশ থালি-সহ নানান লোভনীয় খাবার।
advertisement
এ বিষয়ে ওই রেস্তোরাঁর ব্যবসায়ী রতন দে বলেন, ‘সারা বছর মাত্র ৫০ টাকার বিনিময়ে তাঁরা কাঁসার থালায় ভেজ থালি খাওয়ান। তাবে এ-বছর দুর্গাপুজোয় স্পেশ্যাল ভেজ ও ননভেজ থালি পাওয়া যাচ্ছে তাঁদের রেস্তোরাঁয়। দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে। মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।’
এ বিষয়ে রেস্তোরাঁয় আসা গ্ৰাহকেরা বলেন, ‘তাঁরা মাঝেমধ্যেই এই রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন।এখানে খাবারের স্বাদ খুবই ভাল। দুর্গাপুজোয় যে থালি সেটাও তাঁরা খেয়ে দেখবেন। বাঙালির আবেগের সঙ্গে মিশে রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো অসম্পূর্ণ ভুঁরিভোজ ছাড়া। এবার পুরু দুর্দান্ত এই থালির সম্ভার থাকছে দুর্গাপুজো উপলক্ষে।’