Durga Puja Weather: পুজো উদ্যোক্তাদের জন্য আগাম সতর্কতা! কবে থেকে ঝেঁপে বৃষ্টি? পুজোর আনন্দ মাটি হবে নাকি!

Last Updated:

Durga Puja Weather: উপকূল এলাকার পুজো উদ্যোক্তাদের আগাম সতর্কতা। সতর্ক করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার। উপকুলের জেলা পূর্ব মেদিনীপুর। পুজোয় নবমী থেকে জেলার উপকূলবর্তী এলাকায় দুর্যোগ নামতে পারে।

News18
News18
পূর্ব মেদিনীপুর: উপকূল এলাকার পুজো উদ্যোক্তাদের আগাম সতর্কতা। সতর্ক করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার। উপকুলের জেলা পূর্ব মেদিনীপুর। পুজোয় নবমী থেকে জেলার উপকূলবর্তী এলাকায় দুর্যোগ নামতে পারে। পুজো উদ্যোক্তাদের সতর্কবার্তা দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। শব্দ তান্ডব নিয়ে কড়া পদক্ষেপ, সতর্ক করলেন পুলিশ সুপারও।
আরও পড়ুনঃ দাউদাউ আগুনে পুড়ে ছাই…! দিঘায় ভয়ঙ্কর কাণ্ড! শেষে দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করে
জেলার সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের আগাম সতর্কও করলেন জেলাশাসক। পাশাপাশি জেলা প্রশাসনে নজরদারি রাখবে বলে জানান তিনি এবং পুলিশ সুপার। পুজোর মধ্যেই আবার নিম্নচাপ! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ শে সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১লা অক্টোবর নবমীর দিন।
advertisement
advertisement
নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি। নবমীর রাতে হাওয়া বদল। দশমী ও একাদশী ভাসতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা। একইসঙ্গে সমুদ্রে উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের ১লা অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। বাংলা এবং ওড়িশা মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Weather: পুজো উদ্যোক্তাদের জন্য আগাম সতর্কতা! কবে থেকে ঝেঁপে বৃষ্টি? পুজোর আনন্দ মাটি হবে নাকি!
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement