কী কী ভাবে বুঝবেন আপনার স্নায়বিক সমস্যা রয়েছে? তা সবিস্তারে তুলে ধরলেন এই চিকিৎসক। বিভিন্ন মানুষ তড়কা রোগে ভোগেন। আগেরকার দিনে এই রোগের তেমন ওষুধ না থাকায় চিকিৎসা তেমন হত না। স্বাভাবিক ভাবে এই রোগ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। তবে বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ আবিষ্কারের ফলে এই রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ব্যবসা থেকে ভরতনাট্যম, বহুমুখী প্রতিভাধর রাধিকা মার্চেন্ট, আম্বানিদের সুন্দরী হবু পূত্রবধূকে চিনুন
বর্তমানে স্ট্রোকের সংখ্যাটা বাড়ছে। স্বাভাবিকভাবে এই স্ট্রোক নিয়ে চিন্তায় থাকেন সকলে। এই স্ট্রোক থেকে বাঁচতে গেলে তেল , মশলা জাতীয় খাবার কম খেতে হবে। পাশাপাশি চর্বি জাতীয় খাবার কম খাওয়া ভাল। মদ্যপান কিংবা ধূমপান না করাই শ্রেয়। এছাড়াও সপ্তাহে অন্তত তিনদিন শরীরচর্চা করা উচিত।
এছাড়াও স্ট্রোক হলে মানুষ গ্যাস ভেবে নানা ওষুধ খেতে থাকেন। তবে সব রোগ বা জ্বর, বমিকে গ্যাস ভেবে অবহেলা করা যাবে না। কী কারণে এই উপসর্গ দেখা যাচ্ছে, তা জেনে প্রকৃত চিকিৎসা করা উচিত। বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনে বা মানসিক অবসাদে ভোগেন। তাই ডিপ্রেসড হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
রঞ্জন চন্দ