TRENDING:

Neuro Diseases: গ্যাস ভেবে অবহেলা? রোজ তিলে তিলে ভয়ানক আকার নিচ্ছে কি মারণরোগ! চিকিৎসক জানালেন স্নায়ুরোগের উপসর্গ

Last Updated:

Neuro Diseases: স্নায়ুর সমস্যা রয়েছে, কীভাবে মিলবে সমাধান, কোন কোন উপসর্গ দেখা দিলে আপনি সতর্ক হবেন, তা জানালেন চিকিৎসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: স্বাস্থ্য নিয়ে কমবেশি সকলেই সচেতন। তবে বর্তমানে মানুষের স্নায়বিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে। শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ে না কেউই। এই স্নায়বিক সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী, তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিব্যায়নম সাহু। প্রতিদিন সামান্য বেশ কিছু নিয়ম মেনে চললে শরীর ও স্বাস্থ্য সুস্থ রাখা যাবে অনায়াসে, এমনটাই জানান তিনি।
advertisement

কী কী ভাবে বুঝবেন আপনার স্নায়বিক সমস্যা রয়েছে? তা সবিস্তারে তুলে ধরলেন এই চিকিৎসক। বিভিন্ন মানুষ তড়কা রোগে ভোগেন। আগেরকার দিনে এই রোগের তেমন ওষুধ না থাকায় চিকিৎসা তেমন হত না। স্বাভাবিক ভাবে এই রোগ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছিল। তবে বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ আবিষ্কারের ফলে এই রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ব্যবসা থেকে ভরতনাট্যম, বহুমুখী প্রতিভাধর রাধিকা মার্চেন্ট, আম্বানিদের সুন্দরী হবু পূত্রবধূকে চিনুন

বর্তমানে স্ট্রোকের সংখ্যাটা বাড়ছে। স্বাভাবিকভাবে এই স্ট্রোক নিয়ে চিন্তায় থাকেন সকলে। এই স্ট্রোক থেকে বাঁচতে গেলে তেল , মশলা জাতীয় খাবার কম খেতে হবে। পাশাপাশি চর্বি জাতীয় খাবার কম খাওয়া ভাল। মদ্যপান কিংবা ধূমপান না করাই শ্রেয়। এছাড়াও সপ্তাহে অন্তত তিনদিন শরীরচর্চা করা উচিত।

advertisement

এছাড়াও স্ট্রোক হলে মানুষ গ্যাস ভেবে নানা ওষুধ খেতে থাকেন। তবে সব রোগ বা জ্বর, বমিকে গ্যাস ভেবে অবহেলা করা যাবে না। কী কারণে এই উপসর্গ দেখা যাচ্ছে, তা জেনে প্রকৃত চিকিৎসা করা উচিত। বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনে বা মানসিক অবসাদে ভোগেন। তাই ডিপ্রেসড হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Neuro Diseases: গ্যাস ভেবে অবহেলা? রোজ তিলে তিলে ভয়ানক আকার নিচ্ছে কি মারণরোগ! চিকিৎসক জানালেন স্নায়ুরোগের উপসর্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল