Anant Ambani Radhika Merchant: ব্যবসা থেকে ভরতনাট্যম, বহুমুখী প্রতিভাধর রাধিকা মার্চেন্ট, আম্বানিদের সুন্দরী হবু পূত্রবধূকে চিনুন

Last Updated:
Anant Ambani Radhika Merchant: নীতা আম্বানির পরে রাধিকাই সেই পরিবারে ভরতনাট্যম নৃত্যকলার ঐতিহ্যকে ধরে রাখবেন। নীতা আম্বানিও একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক দায়িত্ব তাঁর কাঁধে থাকা সত্ত্বেও নৃত্যসাধনাকে অক্ষুণ্ণ রেখেছেন নীতা আম্বানি।
1/8
সেজে উঠছে গুজরাতের জামনগর। বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে বলে কথা। প্রাক বিবাহ অনুষ্ঠানে মেতেছে দুই ব্যবসায়ী পরিবার। গোটা দেশের চোখ এখন আম্বানিদের হবু পুত্রবধূর দিকে। রাধিকাকে চেনেন তো?
সেজে উঠছে গুজরাতের জামনগর। বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে বলে কথা। প্রাক বিবাহ অনুষ্ঠানে মেতেছে দুই ব্যবসায়ী পরিবার। গোটা দেশের চোখ এখন আম্বানিদের হবু পুত্রবধূর দিকে। রাধিকাকে চেনেন তো?
advertisement
2/8
এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের ছোট মেয়ে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক তিনি। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের একজন ডিরেক্টর রাধিকা।
এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের ছোট মেয়ে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক তিনি। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের একজন ডিরেক্টর রাধিকা।
advertisement
3/8
কিন্তু কেবল ব্যবসায়ী হিসেবেই তাঁর পরিচয় দিলে কম বলা হবে। ভরতনাট্যম নৃত্যকলায় প্রশিক্ষণ নিয়েছেন রাধিকা। মুম্বইয়ের শ্রী নিভা আর্টস নৃত্য অ্যাকাডেমির গুরু ভবন ঠাকরের কাছে নাচ শিখেছেন তিনি।
কিন্তু কেবল ব্যবসায়ী হিসেবেই তাঁর পরিচয় দিলে কম বলা হবে। ভরতনাট্যম নৃত্যকলায় প্রশিক্ষণ নিয়েছেন রাধিকা। মুম্বইয়ের শ্রী নিভা আর্টস নৃত্য অ্যাকাডেমির গুরু ভবন ঠাকরের কাছে নাচ শিখেছেন তিনি।
advertisement
4/8
গত ২০২২ সালের জুন মাসে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাঁদের হবু পুত্রবধূর নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ‘জিও ওয়ার্ল্ড সেন্টার’-এ। সেখানে নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট প্রথম বার ভরতনাট্যম নৃত্য প্রতিভা মঞ্চে মেলে ধরেছিলেন।
গত ২০২২ সালের জুন মাসে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাঁদের হবু পুত্রবধূর নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ‘জিও ওয়ার্ল্ড সেন্টার’-এ। সেখানে নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট প্রথম বার ভরতনাট্যম নৃত্য প্রতিভা মঞ্চে মেলে ধরেছিলেন।
advertisement
5/8
গুরু ভাবনা ঠাকরের শিষ্যা রাধিকার ‘অরঙ্গেত্রম’ অনুষ্ঠান ছিল সেটি। এর মাধ্যমে রাধিকা এক নতুন জগতে পা রাখেন। গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার অনুষ্ঠান।
গুরু ভাবনা ঠাকরের শিষ্যা রাধিকার ‘অরঙ্গেত্রম’ অনুষ্ঠান ছিল সেটি। এর মাধ্যমে রাধিকা এক নতুন জগতে পা রাখেন। গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার অনুষ্ঠান।
advertisement
6/8
নীতা আম্বানির পরে রাধিকাই সেই পরিবারে ভরতনাট্যম নৃত্যকলার ঐতিহ্যকে ধরে রাখবেন। নীতা আম্বানিও একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক দায়িত্ব তাঁর কাঁধে থাকা সত্ত্বেও নৃত্যসাধনাকে অক্ষুণ্ণ রেখেছেন নীতা আম্বানি।
নীতা আম্বানির পরে রাধিকাই সেই পরিবারে ভরতনাট্যম নৃত্যকলার ঐতিহ্যকে ধরে রাখবেন। নীতা আম্বানিও একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক দায়িত্ব তাঁর কাঁধে থাকা সত্ত্বেও নৃত্যসাধনাকে অক্ষুণ্ণ রেখেছেন নীতা আম্বানি।
advertisement
7/8
২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে বাগদান সেরেছিলেন অনন্ত এবং রাধিকা। এই বছরই মাসকয়েক পরে গাঁটছড়া বাঁধবেন যুগলে।
২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে বাগদান সেরেছিলেন অনন্ত এবং রাধিকা। এই বছরই মাসকয়েক পরে গাঁটছড়া বাঁধবেন যুগলে।
advertisement
8/8
অনন্ত ও রাধিকার প্রি-ওয়েডিংয়ে বিশেষ পারফরম্যান্স থাকবে শাহরুখ খানের। ইতিমধ্যে তার মহড়া সেরেছেন বাদশা। গুজরাতের জামনগরেই। তারকা-খচিত অনুষ্ঠান হতে চলেছে এটি। দেশবিদেশ থেকে গণ্যমান্য ব্যক্তিদের আগমন হবে এই অনুষ্ঠানে।
অনন্ত ও রাধিকার প্রি-ওয়েডিংয়ে বিশেষ পারফরম্যান্স থাকবে শাহরুখ খানের। ইতিমধ্যে তার মহড়া সেরেছেন বাদশা। গুজরাতের জামনগরেই। তারকা-খচিত অনুষ্ঠান হতে চলেছে এটি। দেশবিদেশ থেকে গণ্যমান্য ব্যক্তিদের আগমন হবে এই অনুষ্ঠানে।
advertisement
advertisement
advertisement