অনেকেই কিনে নিয়ে যান এই লাকি বাম্বু। কিন্তু জানেন না কী ভাবে বাড়িতে স্থাপন করতে হয় এই গাছ। কোন দিকে লাগাতে হয়! ঘরে লাকি বাম্বু রাখলে তা নানা ইঙ্গিত দেয় ।আগামী দিনে সুখ না দুঃখ, তা জানায় এই গাছ। বলা হয়, লাকি বাম্বু গাছ ঘরে রাখলে তা যদি ফুলে ফেঁপে ওঠে, তা হলে সুখ ধরা দেয় সংসারে।
advertisement
আরও পড়ুন: মাত্র ১৫ বছরে মিলবে ২ কোটি টাকা রিটার্ন! শুধু বিনিয়োগ করুন এভাবে
লাকি বাম্বুর গাছ ঘরের মধ্যে শুকিয়ে গেলে নেতিবাচক শক্তির প্রকোপ বাড়ে। তাই সুখ সমৃদ্ধির জন্য খুব যত্নে রাখতে হয় এই গাছ।বিশেষজ্ঞদের মতে ডাইনিং টেবিলে এই গাছ রাখা খুব শুভ তাতে সুখ-সমৃদ্ধি ঘটে ।বেডরুমের খাটের ডান দিকে লাকি বাম্বু রাখলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয়। যদি বাড়ির সদস্যদের মধ্যে মিল না থাকে তবে লাকি ব্যাম্বু গাছ লাগাতে পারেন।
আরও পড়ুন: সোনার দামে বড় খবর, বিনিয়োগ করতে হলে যা আপনার না জানলেই নয়
এটি বাড়িতে শান্তি ফেরাবে।আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান বা সম্পর্কের মাধুর্য আনতে চান, তাহলে ঘরে সাত বা নয়টি বাঁশের লাকি ব্যাম্বু গাছ লাগান।অফিসে এই বিজোড় সংখ্যার গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।
সৌভিক রায়