ওল্ড দিঘার শী হক ঘাটের কাছেই রয়েছে দিঘার চিলড্রেনস পার্ক। সমুদ্রের একেবারে পাশে হওয়ায় পরিবেশও বেশ মনরোম। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ছোটদের কথা মাথায় রেখে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গা। এখানে চোখে পড়বে রঙিন পরিবেশ। সবকিছুতেই রয়েছে শিশুমনের ছোঁয়া। পার্কের ভেতরে নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। তাই অভিভাবকরাও নিশ্চিন্তে ছোটদের নিয়ে এখানে সময় কাটাতে পারেন। সমুদ্রের হাওয়া আর খোলা জায়গার মধ্যে ছোটদের জন্য এমন একটি পার্ক দিঘায় সত্যিই আলাদা আকর্ষণ তৈরি করেছে। সমুদ্রের এই পার্কের জন্য নির্দিষ্ট করে কোনও টিকিট কাটতে হয় না। যেকোনও সময় এখানে আসা যায়।
advertisement
এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সাজসজ্জা। বাংলার বর্ণমালা দিয়ে সাজানো নানা রকম রঙিন কাঠামো ছোটদের শেখার আগ্রহ বাড়ায়। এর সঙ্গে রয়েছে জনপ্রিয় কার্টুন চরিত্রের মডেল। ছোটরা এখানে এলেই যেন তাদের চেনা জগতে ঢুকে পড়ে। বিভিন্ন রকম জীবজন্তুর আদলে তৈরি ভাস্কর্যও রয়েছে। সেগুলি দেখে ছোটরা যেমন আনন্দ পায়, তেমনই কৌতূহলও তৈরি হয়। বসার জন্য আলাদা জায়গা রয়েছে। ছোটদের খেলাধুলার পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও আছে। সব মিলিয়ে দিঘার এই জায়গা ছোটদের জন্য যেমন আদর্শ তেমন শিক্ষামূলকও।
আরও পড়ুন: শীতের দিঘায় এবার জগন্নাথ দেবের নতুন রূপ! মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়
ছোট ছোট বাচ্চা নিয়ে দিঘা বেড়াতে এলে এই পার্কটি ঘুরে দেখতেই পারেন। সমুদ্রস্নানের ফাঁকে বা বিকেলের সময় এখানে কিছুটা সময় কাটানো খুবই ভাল অভিজ্ঞতা হতে পারে। ছোটদের খেলাধুলার সুযোগ যেমন আছে, তেমনই বড়রাও বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারেন। দিঘা চিলড্রেনস পার্ক খুদে পর্যটকদের জন্য বেশ আদর্শ। তাই দিঘা ভ্রমণের পরিকল্পনায় এই জায়গাটিকে তালিকায় রাখতে ভুলবেন না। ছোটদের জন্য এটি যে কতটা আনন্দের হবে, তা এখানে এলেই বোঝা যাবে।





