TRENDING:

Digha Tourism: দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ

Last Updated:

Digha Tourism: সমুদ্রের ধারে অবস্থিত দিঘা চিলড্রেনস পার্ক ছোটদের জন্য এক বিশেষ আকর্ষণ। রঙিন সাজসজ্জা, কার্টুন চরিত্র ও খেলার সুযোগে এই পার্ক দিঘা ভ্রমণে শিশুদের আনন্দ দ্বিগুণ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, মদন মাইতি: দিঘা মানেই সমুদ্র, বেড়ান আর অবসর। বড়দের ঘোরার জন্য দিঘায় একটার পর একটা আকর্ষণ রয়েছে। সমুদ্রস্নান, সৈকতে হাঁটা, সূর্যাস্ত দেখা—দিঘায় যেন স্বর্গ খুঁজে পান পর্যটকরা। কিন্তু ছোটদের দিঘায় আলাদা করে কোথায় ঘোরাবেন, তা অনেক অভিভাবকই বুঝে উঠতে পারেন না। ছোট বাচ্চাদের মন রাখতে চাই একটু আলাদা পরিবেশ। এমন জায়গা, যেখানে তারা খেলতে পারবে, আনন্দ পাবে, আবার নিরাপদও থাকবে। ঠিক সেই চিন্তা থেকেই দিঘায় তৈরি হয়েছে ছোটদের জন্য এক বিশেষ জায়গা। সমুদ্রতীরের ধারে অবস্থিত এই পার্কটি এখন দিঘায় আসা খুদে পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement

ওল্ড দিঘার শী হক ঘাটের কাছেই রয়েছে দিঘার চিলড্রেনস পার্ক। সমুদ্রের একেবারে পাশে হওয়ায় পরিবেশও বেশ‌ মনরোম। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ছোটদের কথা মাথায় রেখে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গা। এখানে চোখে পড়বে রঙিন পরিবেশ। সবকিছুতেই রয়েছে শিশুমনের ছোঁয়া। পার্কের ভেতরে নিরাপত্তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। তাই অভিভাবকরাও নিশ্চিন্তে ছোটদের নিয়ে এখানে সময় কাটাতে পারেন। সমুদ্রের হাওয়া আর খোলা জায়গার মধ্যে ছোটদের জন্য এমন একটি পার্ক দিঘায় সত্যিই আলাদা আকর্ষণ তৈরি করেছে। সমুদ্রের এই পার্কের জন্য নির্দিষ্ট করে কোনও টিকিট কাটতে হয় না। যেকোনও সময় এখানে আসা যায়।

advertisement

আরও পড়ুন: স্বাস্থ্য দফতরে প্রচুর নিয়োগ! ন্যূনতম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস হলেই আজই আবেদন করুন, জানুন বিস্তারিত

এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সাজসজ্জা। বাংলার বর্ণমালা দিয়ে সাজানো নানা রকম রঙিন কাঠামো ছোটদের শেখার আগ্রহ বাড়ায়। এর সঙ্গে রয়েছে জনপ্রিয় কার্টুন চরিত্রের মডেল। ছোটরা এখানে এলেই যেন তাদের চেনা জগতে ঢুকে পড়ে। বিভিন্ন রকম জীবজন্তুর আদলে তৈরি ভাস্কর্যও রয়েছে। সেগুলি দেখে ছোটরা যেমন আনন্দ পায়, তেমনই কৌতূহলও তৈরি হয়। বসার জন্য আলাদা জায়গা রয়েছে। ছোটদের খেলাধুলার পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও আছে। সব মিলিয়ে দিঘার এই জায়গা ছোটদের জন্য যেমন আদর্শ তেমন শিক্ষামূলকও।

advertisement

View More

আরও পড়ুন: শীতের দিঘায় এবার জগন্নাথ দেবের নতুন রূপ! মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ছোট ছোট বাচ্চা নিয়ে দিঘা বেড়াতে এলে এই পার্কটি ঘুরে দেখতেই পারেন। সমুদ্রস্নানের ফাঁকে বা বিকেলের সময় এখানে কিছুটা সময় কাটানো খুবই ভাল অভিজ্ঞতা হতে পারে। ছোটদের খেলাধুলার সুযোগ যেমন আছে, তেমনই বড়রাও বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারেন। দিঘা চিলড্রেনস পার্ক খুদে পর্যটকদের জন্য বেশ আদর্শ। তাই দিঘা ভ্রমণের পরিকল্পনায় এই জায়গাটিকে তালিকায় রাখতে ভুলবেন না। ছোটদের জন্য এটি যে কতটা আনন্দের হবে, তা এখানে এলেই বোঝা যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha Tourism: দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল