আরও পড়ুন : ভালবাসার প্রকাশই শুধু নয়! সুস্থতায় আলিঙ্গনের উপকারিতাও অঢেল
প্রথমেই ভাবুন, আপনার বিবাহিত প্রেমিক তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করছেন৷ এই অসততার সঙ্গেই বিবাহিত পুরুষকে ভালবাসার আরও কিছু অসুবিধেজনক দিক আছে
বিবাহিত প্রেমিকের কাছে আপনি সব সময়ই সেকেন্ডারি৷ অন্তত সামাজিক আচরণে তো বটেই৷ তিনি বলতেই পারেন সারা জীবন আপনার পাশে থাকবেন এবং আপনিই তাঁর প্রকৃত প্রেম ও জীবন৷ কিন্তু এই সব অতিরঞ্জন বাদ দিয়ে তাঁর আচরণকে আপনি গুরুত্ব দিন৷
advertisement
আরও পড়ুন : কয়েক বসন্ত পেরিয়ে গেলেও পুরনো দাম্পত্যকে সতেজ রাখুন
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি হয়ে উঠবেন গুঞ্জনের মধ্যমণি৷ সামনে এবং আপনার পিছনে লোকের ক্ষুরধার জিভ আপনি বন্ধ করতে পারবেন না৷
জীবনের মূল্যবান মুহূর্তগুলি তিনি রেখে দেবেন তাঁর স্ত্রী এবং পরিবারের জন্যই৷ আপনার জন্য হয়তো বরাদ্দ হবে কিছু মেসেজ বা ভার্চুয়াল সাহচর্য৷
আরও পড়ুন : টিভি দেখতে দেখতে রাতের খাবার খান? জানেন নিজের কী ক্ষতি করছেন!
বিবাহিত পুরুষের প্রেমে পড়লে সেই সম্পর্ক আপনাকে প্রতিনিয়ত গোপন করে রাখতে হবে৷ সেই গোপনীয়তা পালন করতে গিয়ে আশ্রয় নিতে হবে অনর্গল মিথ্যার৷ এরকম পরিস্থিতিতে হয়তো আপনার মনে হবে, কোনও গর্হিত সম্পর্কে জড়িয়ে পড়েছেন আপনি৷ দু’জনের আবেগে কোনও ফাঁক না থাকলেও কোনও না কোনও সময়ে আপনার মনে পাপবোধ দানা বাঁধতে বাধ্য৷ পরবর্তীতে এর থেকে তৈরি হতে পারে দমবন্ধ করা কোনও পরিবেশ৷
প্রেমিকের সংসার ভেঙেছেন—এই চিন্তাও আপনাকে কুরে কুরে খেতে পারে৷ ফলে প্রেমের পথে কাঁটার খোঁচা থেকেই যাবে৷ অনেক বার ভেবে তবেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমজ সম্পর্কের দিকে এগোবেন৷