TRENDING:

Cracked Heels Prevention : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি

Last Updated:

এখন থেকেই পায়ের যত্ন নিন৷ শীতকালে গোড়ালি থাকবে নিটোল (Cracked Heels Prevention)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতকাল (winter) হল জমিয়ে সাজের ঋতু৷ কিন্তু নিখুঁত সাজগোজও মাটি হয়ে যায় পা ফাটার (cracked heels) সমস্যায়৷ মোজা পড়ে আপনি বাইরে ফাটা গোড়ালি ঢেকে রাখতে পারবেন৷ কিন্তু ঘরোয়া আড্ডায় অতিথিরা ফুটিফাটা পা দেখে ফেললেই বিপত্তির একশেষ৷ তাই এখন থেকেই পায়ের যত্ন নিন৷ শীতকালে গোড়ালি থাকবে নিটোল (Cracked Heels Prevention)৷
advertisement

ঠান্ডা সেভাবে না পড়লেও এখন থেকেই দিনে দুবার পায়ে ক্রিম লাগান৷ ত্বক শুষ্ক না হলে বেছে নিন হাল্কা ময়শ্চারাইজার৷ স্নান করে একবার এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ক্রিম মাসাজ করুন গোড়ালিতে৷ প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন ৷ খেয়াল রাখুন চেহারার দিকেও ৷ অতিরিক্ত ওজনের ভার সহ্য করতে না পারাও শীতে গোড়ালি ফেটে যাওয়ার অন্যতম কারণ৷

advertisement

আরও পড়ুন : আগের থেকে কমলেও শ্যামাপোকার সমস্যা হয় এ সময়েই, জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

৫০০ গ্রাম ফুল ফ্যাট দুধে মেশান কয়েকটা গোলাপ পাপড়ি৷ এর পর দিন পছন্দসই একাধিক এসেনশিয়াল অয়েল ও কিছু নিমপাতা৷ ওই মিশ্রণে ২০ মিনিট পা ডুবিয়ে বসে থাকুন৷ তার পর শুকনো করে মুছে নিন৷ পিউমিস স্টোন বা ঝামাপাথর দিয়ে গোড়ালির মরা কোষ ঝরিয়ে ফেলুন৷

advertisement

১০০ মিলি আমন্ড অয়েল, ১০০ গ্রাম সি সল্ট, ১০০ গ্রাম মধু, ১০০ গ্রাম চালের গুঁড়ো, ১০০ গ্রাম জুনিপার অয়েল মিশিয়ে নিন৷ তাতে দিন ১ কাপ ওট মিল ৷ কৌটোয় ভরে রাখুন এই মিশ্রণ৷ রোজ স্নানের সময় লুফা দিয়ে গোড়ালি-সহ পায়ের পাতা পরিষ্কার করুন এই মিশ্রণকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করে৷

আরও পড়ুন : সদ্য মা হওয়ার পর প্রচুর চুল পড়ে যাচ্ছে? রইল মুক্তির উপায়

advertisement

ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল এবং আমন্ড অয়েল নিন দু’ চামচ করে৷ ভাল করে মিশিয়ে নিন৷ তার পর ওই মিশ্রণ দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে দু’ পা মালিশ করুন৷ তার পর সুতির মোজা পরে ঘুমোতে যান৷

একটা পাতিলেবু রসে মেশান তিন চামচ চিনি ৷ এই মিশ্রণও ব্যবহার করতে পারেন ফুটস্ক্রাবার হিসেবে ৷

advertisement

আরও পড়ুন : সামান্য যত্নেই অন্দরসজ্জা পাল্টে দেয়, খুঁটিনাটি জেনে নিন এই চাঁদোয়া-গাছ নিয়ে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শীতকালে সব সময় পাঢাকা জুতো পরুন ৷ চটি পারতপক্ষে পরবেন না এই সময়ে৷ জুতোর সঙ্গে পরুন মোজাও৷ ধুলোবালি থেকে পা দূরে থাকলে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা নিয়ন্ত্রণে থাকবে অনেকটাই৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cracked Heels Prevention : সামান্য যত্ন নিন এখন থেকেই, সারা শীতকাল ফাটবে না গোড়ালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল