TRENDING:

Love: প্রেম করবেন একদম গোপনে, কেউ দেখবে না! এমন এক পার্ক আছে, আপনার সব ইচ্ছে পূরণ হবে সেখানেই!

Last Updated:

Couple friendly Park: নদী বক্ষে সাজিয়ে তোলা হয়েছে এমন একটি ঘাট। বসার জায়গা থেকে শুরু করে মন্দির, এমনকি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য নদীর ওপর তৈরি করা হয়েছে ব্যালকনি। নদীবক্ষে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুরঃ মাঝে মাত্র আর একদিন, তারপরই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সোজাভাবে বললে সরস্বতী পুজো। একদিকে যেমন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়, তেমনইএই দিনটিকে বেশ উপভোগ করে তরুণ-তরুণী, যুবক-যুবতী থেকে প্রেমিক-প্রেমিকারা। একটু সময় কাটানোর জন্য তারা নিত্য নতুন জায়গায় ঘুরতে যায়।
advertisement

নদীর শান্ত-স্নিগ্ধ বাতাস, সঙ্গে প্রিয় মানুষ! সারাদিন কাটানোর জন্য প্রিয় জায়গা খুঁজছেন? গাছের নিচে সেলফি জোন, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। নিদারুণ এক প্রাকৃতিক পরিবেশের সময় কাটান। প্রিয়জনকে নিয়ে একবার ঘুরে দেখুন এই জায়গা, মন ভাল হয়ে যাবে আপনার। মেদিনীপুর শহরে রয়েছে এমন সুন্দর একটি জায়গা। তাই সরস্বতী পুজোর দিন ঘুরে দেখুন একবার।

advertisement

আরও পড়ুনঃ বরফের মতো জেট গতিতে গলবে থলথলে মেদ! একমাস ‘ডিনারে’ সস্তার ‘এই’ সাদা খাবার, শুধু জানুন কীভাবে খাবেন রোজ

সারাদিনের প্ল্যানে কোথাও একটু বসে নিজেদের মনের কথা একান্তে বলতে চান? তবে আপনার জন্য পারফেক্ট এই জায়গা। মোটা গাছের নীচে একটা সুন্দর বসার জায়গা, রয়েছে সেলফি জোন। নদীর ওপর রয়েছে ব্যালকনি। যেখানে দাঁড়িয়ে আপনি এবং আপনার প্রিয়জন ছবি তুলতে পারবেন। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী, যেন এক অনাবিল আনন্দে মেতে উঠতে পারবেন আপনিও। মেদিনীপুর শহরে, শহরের উপকণ্ঠে রয়েছে গান্ধিঘাট। একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনই সময় কাটানোর এক দুর্দান্ত জায়গা।

advertisement

View More

আরও পড়ুনঃ বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন

প্রশাসনের পক্ষ থেকে নদী বক্ষে সাজিয়ে তোলা হয়েছে এমন একটি ঘাট। বসার জায়গা থেকে শুরু করে মন্দির, এমনকি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য নদীর ওপর তৈরি করা হয়েছে ব্যালকনি। এছাড়াও নদী বক্ষে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। তাই যারা সরস্বতী পুজোর দিন কোথাও থেকে একটু ঘুরে আসার প্ল্যান করছেন, কিংবা সারাটা দিন একটু সময় কাটাতে চান? তারা অবশ্যই ঘুরে দেখুন এই জায়গা। প্রিয়জনের হাতে হাত রেখে সারাটা দিন অনায়াসে আনন্দে কাটতে পারবেন এখানে।

advertisement

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই গান্ধী ঘাট। বিকেলের ফুরফুরে ঠান্ডা বাতাস এক আলাদা আনন্দ দেবে। সঙ্গে রকমারি আলোকসজ্জা, তবে সরস্বতী পুজোর দিন আপনার ডেস্টিনেশন হোক এই জায়গা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Love: প্রেম করবেন একদম গোপনে, কেউ দেখবে না! এমন এক পার্ক আছে, আপনার সব ইচ্ছে পূরণ হবে সেখানেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল