নদীর শান্ত-স্নিগ্ধ বাতাস, সঙ্গে প্রিয় মানুষ! সারাদিন কাটানোর জন্য প্রিয় জায়গা খুঁজছেন? গাছের নিচে সেলফি জোন, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। নিদারুণ এক প্রাকৃতিক পরিবেশের সময় কাটান। প্রিয়জনকে নিয়ে একবার ঘুরে দেখুন এই জায়গা, মন ভাল হয়ে যাবে আপনার। মেদিনীপুর শহরে রয়েছে এমন সুন্দর একটি জায়গা। তাই সরস্বতী পুজোর দিন ঘুরে দেখুন একবার।
advertisement
সারাদিনের প্ল্যানে কোথাও একটু বসে নিজেদের মনের কথা একান্তে বলতে চান? তবে আপনার জন্য পারফেক্ট এই জায়গা। মোটা গাছের নীচে একটা সুন্দর বসার জায়গা, রয়েছে সেলফি জোন। নদীর ওপর রয়েছে ব্যালকনি। যেখানে দাঁড়িয়ে আপনি এবং আপনার প্রিয়জন ছবি তুলতে পারবেন। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী, যেন এক অনাবিল আনন্দে মেতে উঠতে পারবেন আপনিও। মেদিনীপুর শহরে, শহরের উপকণ্ঠে রয়েছে গান্ধিঘাট। একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনই সময় কাটানোর এক দুর্দান্ত জায়গা।
আরও পড়ুনঃ বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন
প্রশাসনের পক্ষ থেকে নদী বক্ষে সাজিয়ে তোলা হয়েছে এমন একটি ঘাট। বসার জায়গা থেকে শুরু করে মন্দির, এমনকি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য নদীর ওপর তৈরি করা হয়েছে ব্যালকনি। এছাড়াও নদী বক্ষে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা। তাই যারা সরস্বতী পুজোর দিন কোথাও থেকে একটু ঘুরে আসার প্ল্যান করছেন, কিংবা সারাটা দিন একটু সময় কাটাতে চান? তারা অবশ্যই ঘুরে দেখুন এই জায়গা। প্রিয়জনের হাতে হাত রেখে সারাটা দিন অনায়াসে আনন্দে কাটতে পারবেন এখানে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এই গান্ধী ঘাট। বিকেলের ফুরফুরে ঠান্ডা বাতাস এক আলাদা আনন্দ দেবে। সঙ্গে রকমারি আলোকসজ্জা, তবে সরস্বতী পুজোর দিন আপনার ডেস্টিনেশন হোক এই জায়গা।
রঞ্জন চন্দ