Kurseong: বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Kurseong Haunted Place: পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর ডাওহিল পাইন ফরেস্ট, ফরেস্টের মাঝ দিয়েই ট্রেকিং করে কিছুটা উপরে ওঠা যায়, সেখানেও একটি পার্ক রয়েছে জায়গাটি সত্যিই অসম্ভব সুন্দর। দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্টের কথা মাথায় আসলেই মাথা চাড়া দেয় বিভিন্ন ভুতুড়ে গল্প।
advertisement
*বন বিভাগের পক্ষ থেকেই গ্রামের মানুষদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ক্যান্টিন। এই ইকোপার্ক গুলি একদম প্রকৃতির মাঝে হওয়ায় পর্যটকেরা এই জায়গা গুলি খুব পছন্দ করছে। ফলে নিত্যদিন প্রচুর পর্যটকের ভিড় জমছে এই জায়গা গুলিতে। কার্শিয়াং ফরেস্ট ডিভিশন এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ইকোপার্ক তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ডাউহিল পাইন ফরেস্ট অন্যতম। ফাইল ছবি।
advertisement
*বন দফতরের অক্লান্ত প্রচেষ্টায় ধীরে ধীরে নতুন রূপ পেয়েছে চারিদিকে পাহাড়ে ঘেরা নিরিবিলি অপরূপ সুন্দর এই ডাউহিল পাইন ফরেস্ট। মাথার উপরে আকাশ ছোঁয়া, পাইনবন তার মাঝে পাহাড়ি রাস্তা, সূর্যের আলো যেতেই গা ছমছম করে, বর্তমানে সেই জায়গায় রয়েছে ছোট ছোট বসার জায়গা তৈরি হয়েছে আই লাভ পাইন ট্রি সেলফি জোন। ফাইল ছবি।
advertisement
*এখানেই শেষ নয়, পাইন গাছেই তৈরি করা হয়েছে নানান কারুকার্য সঙ্গে জঙ্গলের মাঝে তৈরি হয়েছে কাঠের ব্রিজ সবমিলিয়ে চুম্বকের মতো পর্যটকদের টানছে এই ডাউহিল ইকোপার্ক। এই প্রসঙ্গে গ্রামের এক মহিলা সুমন বিশ্বকর্মা বলেন বন দফতরের তৈরি এই ইকোপার্কে ইতিমধ্যেই সাবলম্বী হয়েছে এই গ্রামের বহু মহিলা। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement