Kurseong: বিকেল গড়াতেই গা ছমছমে পরিবেশ! এই পাহাড়ি গ্রাম পর্যটকদের স্বর্গরাজ্য, ভয়কে জয় করে আপনিও ঘুরে আসুন

Last Updated:
Kurseong Haunted Place: পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর ডাওহিল পাইন ফরেস্ট, ফরেস্টের মাঝ দিয়েই ট্রেকিং করে কিছুটা উপরে ওঠা যায়, সেখানেও একটি পার্ক রয়েছে জায়গাটি সত্যিই অসম্ভব সুন্দর। দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্টের কথা মাথায় আসলেই মাথা চাড়া দেয় বিভিন্ন ভুতুড়ে গল্প।
1/7
*কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বন বিভাগের সুরক্ষিত জায়গাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হচ্ছে ইকো ট্যুরিজম। নানা ধরনের ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই তৈরি হচ্ছে এই পার্কগুলি। এই ইকোপার্ক গুলিতে রয়েছে পর্যটকদের জন্য বসার জায়গা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি। 
*কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে বন বিভাগের সুরক্ষিত জায়গাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হচ্ছে ইকো ট্যুরিজম। নানা ধরনের ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়েই তৈরি হচ্ছে এই পার্কগুলি। এই ইকোপার্ক গুলিতে রয়েছে পর্যটকদের জন্য বসার জায়গা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি। 
advertisement
2/7
*বন বিভাগের পক্ষ থেকেই গ্রামের মানুষদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ক্যান্টিন। এই ইকোপার্ক গুলি একদম প্রকৃতির মাঝে হওয়ায় পর্যটকেরা এই জায়গা গুলি খুব পছন্দ করছে। ফলে নিত্যদিন প্রচুর পর্যটকের ভিড় জমছে এই জায়গা গুলিতে। কার্শিয়াং ফরেস্ট ডিভিশন এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ইকোপার্ক তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ডাউহিল পাইন ফরেস্ট অন্যতম। ফাইল ছবি। 
*বন বিভাগের পক্ষ থেকেই গ্রামের মানুষদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ক্যান্টিন। এই ইকোপার্ক গুলি একদম প্রকৃতির মাঝে হওয়ায় পর্যটকেরা এই জায়গা গুলি খুব পছন্দ করছে। ফলে নিত্যদিন প্রচুর পর্যটকের ভিড় জমছে এই জায়গা গুলিতে। কার্শিয়াং ফরেস্ট ডিভিশন এর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ইকোপার্ক তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ডাউহিল পাইন ফরেস্ট অন্যতম। ফাইল ছবি। 
advertisement
3/7
*বন দফতরের অক্লান্ত প্রচেষ্টায় ধীরে ধীরে নতুন রূপ পেয়েছে চারিদিকে পাহাড়ে ঘেরা নিরিবিলি অপরূপ সুন্দর এই ডাউহিল পাইন ফরেস্ট। মাথার উপরে আকাশ ছোঁয়া, পাইনবন তার মাঝে পাহাড়ি রাস্তা, সূর্যের আলো যেতেই গা ছমছম করে, বর্তমানে সেই জায়গায় রয়েছে ছোট ছোট বসার জায়গা তৈরি হয়েছে আই লাভ পাইন ট্রি সেলফি জোন। ফাইল ছবি। 
*বন দফতরের অক্লান্ত প্রচেষ্টায় ধীরে ধীরে নতুন রূপ পেয়েছে চারিদিকে পাহাড়ে ঘেরা নিরিবিলি অপরূপ সুন্দর এই ডাউহিল পাইন ফরেস্ট। মাথার উপরে আকাশ ছোঁয়া, পাইনবন তার মাঝে পাহাড়ি রাস্তা, সূর্যের আলো যেতেই গা ছমছম করে, বর্তমানে সেই জায়গায় রয়েছে ছোট ছোট বসার জায়গা তৈরি হয়েছে আই লাভ পাইন ট্রি সেলফি জোন। ফাইল ছবি। 
advertisement
4/7
*এখানেই শেষ নয়, পাইন গাছেই তৈরি করা হয়েছে নানান কারুকার্য সঙ্গে জঙ্গলের মাঝে তৈরি হয়েছে কাঠের ব্রিজ সবমিলিয়ে চুম্বকের মতো পর্যটকদের টানছে এই ডাউহিল ইকোপার্ক। এই প্রসঙ্গে গ্রামের এক মহিলা সুমন বিশ্বকর্মা বলেন বন দফতরের তৈরি এই ইকোপার্কে ইতিমধ্যেই সাবলম্বী হয়েছে এই গ্রামের বহু মহিলা। ফাইল ছবি।   
*এখানেই শেষ নয়, পাইন গাছেই তৈরি করা হয়েছে নানান কারুকার্য সঙ্গে জঙ্গলের মাঝে তৈরি হয়েছে কাঠের ব্রিজ সবমিলিয়ে চুম্বকের মতো পর্যটকদের টানছে এই ডাউহিল ইকোপার্ক। এই প্রসঙ্গে গ্রামের এক মহিলা সুমন বিশ্বকর্মা বলেন বন দফতরের তৈরি এই ইকোপার্কে ইতিমধ্যেই সাবলম্বী হয়েছে এই গ্রামের বহু মহিলা। ফাইল ছবি।   
advertisement
5/7
*জায়গাটি সৌন্দর্যায়নের ফলে পর্যটকদের ভিড় বাড়ছে ফলে আয়ও ভালো হচ্ছে।বন বিভাগের পক্ষ থেকে ইকো ট্যুরিজম পার্কের পাশাপাশি খোলা হয়েছে ক্যান্টিন এবং এই ক্যান্টিনগুলি পুরোপুরি এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে এতে আমরা বেজায় খুশি। ফাইল ছবি। 
*জায়গাটি সৌন্দর্যায়নের ফলে পর্যটকদের ভিড় বাড়ছে ফলে আয়ও ভালো হচ্ছে।বন বিভাগের পক্ষ থেকে ইকো ট্যুরিজম পার্কের পাশাপাশি খোলা হয়েছে ক্যান্টিন এবং এই ক্যান্টিনগুলি পুরোপুরি এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে এতে আমরা বেজায় খুশি। ফাইল ছবি। 
advertisement
6/7
*কার্শিয়াং ডাউহিল বিটের রেঞ্জার সম্বর্ত সাধু জানান এর আগে এই জায়গায় বহু অসামাজিক কার্যকলাপ চলতো পর্যটকদের যাতায়াত তেমন ছিল না। বর্তমানে কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে এই জায়গাটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে ফলে দূর দূরান্ত থেকে এই ডাওহিল পাইন ফরেস্টে ছুটে আসছে পর্যটকেরা। ফাইল ছবি। 
*কার্শিয়াং ডাউহিল বিটের রেঞ্জার সম্বর্ত সাধু জানান এর আগে এই জায়গায় বহু অসামাজিক কার্যকলাপ চলতো পর্যটকদের যাতায়াত তেমন ছিল না। বর্তমানে কার্শিয়াং বন বিভাগের উদ্যোগে এই জায়গাটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে ফলে দূর দূরান্ত থেকে এই ডাওহিল পাইন ফরেস্টে ছুটে আসছে পর্যটকেরা। ফাইল ছবি। 
advertisement
7/7
*এদিকে, স্থানীয়দের হাতেই তুলে দেওয়া হয়েছে ক্যান্টিনের দায়িত্ব সেই অর্থে স্বাবলম্বী হয়েছে এই এলাকার বহু মানুষ, এবং এই ইকোপার্ক থেকে আয় করে গ্রামের বহু পুরনো ভেঙে যাওয়া শিব মন্দির তারা নতুন করে সংস্কারও করতে চলেছে। ফাইল ছবি।
*এদিকে, স্থানীয়দের হাতেই তুলে দেওয়া হয়েছে ক্যান্টিনের দায়িত্ব সেই অর্থে স্বাবলম্বী হয়েছে এই এলাকার বহু মানুষ, এবং এই ইকোপার্ক থেকে আয় করে গ্রামের বহু পুরনো ভেঙে যাওয়া শিব মন্দির তারা নতুন করে সংস্কারও করতে চলেছে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement