Weight Loss: বরফের মতো জেট গতিতে গলবে থলথলে মেদ! একমাস 'ডিনারে' সস্তার 'এই' সাদা খাবার, শুধু জানুন কীভাবে খাবেন রোজ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weight Loss: রাতের খাবারে একটি খাবার রয়েছে, যেটি খেতে পারলে আপনার ওজন দ্রুত কমে যাবে। সকলেই এই খাবার সকালে প্রাতঃরাশে খান, কিন্তু রাতে খেলে অনেক উপকারে বলছে বিষেশজ্ঞরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ওটমিলে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, পটাশিয়াম, নিয়াসিন ইত্যাদি বিভিন্ন উপাদান রয়েছে। এ ছাড়া ওটসে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি১২ এবং ভিটামিন ডি রয়েছে। রাতে হালকা খাবার খেলে আপনার খিদে পেতে পারে। কিন্তু রাতের খাবারে ওটস খেলে তা অনেকক্ষণ পেট ভরা রাখবে। ওটসে ফাইবার বেশি থাকে, যে কারণে আপনার হার্টও থাকবে একেবারে ফিট। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*ওটমিল পেট ও হজমের জন্য নানাভাবে উপকারী। রাতে ওটস খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি দ্রুত পুড়ে যাবে। এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। আপনি যদি নিয়মিত ফাইবার সমৃদ্ধ ওটস খান তবে শরীরের চর্বি দ্রবীভূত হবে। এতে অন্ত্রে জমে থাকা ময়লা দূর হবে। ওটসের চিলা, ইডলিও খেতে পারতেন ডিনারে। সংগৃহীত ছবি।
advertisement
*ওটমিল পেট ও হজমের জন্য নানাভাবে উপকারী। রাতে ওটস খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি দ্রুত পুড়ে যাবে। এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। আপনি যদি নিয়মিত ফাইবার সমৃদ্ধ ওটস খান তবে শরীরের চর্বি দ্রবীভূত হবে। এতে অন্ত্রে জমে থাকা ময়লা দূর হবে। ওটসের চিলা, ইডলিও খেতে পারতেন ডিনারে। সংগৃহীত ছবি।