TRENDING:

Offbeat Food: নাম ‘ভাটের খই’! কিন্তু পুষ্টিগুণ জানলে চমকে যাবেন! কোনওদিন খেয়েছেন এই খই!

Last Updated:

Offbeat Food: মালদহের কৃষ্ণনগর গ্রামেই তৈরি হয় এই খই, বিল থেকে তুলে নিয়ে আসা হয়, তারপর ভাজা হয় খই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরষিত সিংহ, মালদহ : ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবারে সমৃদ্ধ শালুক ফল। এই ফল অনেকেই ভাটের ফল নামে চেনেন। কিন্তু সকলেই অবহেলা করেন এই ফল। তবে পুষ্টিগুণে ভরপুর এই ফল শরীরের গঠনের জন্য খুব উপকারী। শরীরের হাড়, দাঁত শক্ত করে, স্নায়ুর কর্মক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে এই ফল।পুষ্টিগুণে ভরপুর এই জলজ ফল থেকে তৈরি খইয়ের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।গোটা বছর পাওয়া যায় না।শীতের প্রথম দিকেই মালদহ শহরের ফুলবাড়ি মেলায় ভাটের খই বিক্রি হয়। মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে গুটিকয়েক পরিবার এই খই তৈরি করে আসছেন বিগত কয়েক বছর ধরে। দীর্ঘদিন ধরে খই ভেজে জমা করেন। সেগুলি মেলায় প্রায় একমাস ধরে বিক্রি করেন। প্রস্তুতকারী বচন মণ্ডল বলেন, ‘‘বিল থেকে ভাট তুলে নিয়ে আসি। তারপর পচিয়ে বীজ বার করা হয়। সেই বীজ শুকিয়ে বালি দিয়ে ভাজা হয়।’’
advertisement

শালুক ফুল থেকে ফল হয়। মালদহে সেই ফলকে ভাট ফল বলা হয়। মালদহ জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিল রয়েছে, সেগুলিতে শালুক দেখা যায়। অক্টোবর মাস থেকে শালুক ফল তোলা শুরু করেন এই গুটি কয়েক পরিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা সেগুলি নিয়ে আসেন। বাড়িতে সেই ফল পচানো হয়। ফল পচে গেলে ভেতরের বীজ বেরিয়ে আসে। জলে পচা ফল পরিষ্কার করে বীজ বার করা হয়। সেই বীজ ভাল করে রৌদ্রে শুকিয়ে তারপর বালি দিয়ে ভাজা হয় খই। সেই খই থেকে বালির কণা ও অনান্য নোংরা পরিষ্কার করা হয়। এই ভাবেই তৈরি হয় শালুক ফলের খই। বিক্রেতা রবি মণ্ডল বলেন, বাজারে ভাল চাহিদা রয়েছে। প্রতিবছর দাম পাওয়া যায়।আমরা মেলায় বিক্রি করি।c

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৩০০ বছরের জাগ্রত কালীপুজো, সিদ্ধিকালী গ্রামের মা সিদ্ধেশ্বরী সবাইকে আগলে রাখেন, বিপদে ঢাল
আরও দেখুন

এই খই ওজনে খুব হালকা। খুব ছোট ছোট শালুক ফলের বীজ। খই এর আকার যেমন ছোট তেমনি ওজনেও হালকা।তবে বাজারে চাহিদা খুব। প্রতিবছর মালদহ-সহ আশেপাশের বাসিন্দারা এই খই কেনার জন্য অপেক্ষায় থাকেন। গত বছর বাজারে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এই বছরেও দাম পাবেন আশায় রয়েছেন বিক্রেতারা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Food: নাম ‘ভাটের খই’! কিন্তু পুষ্টিগুণ জানলে চমকে যাবেন! কোনওদিন খেয়েছেন এই খই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল