সি বিচের ধারে বসে জলে পা দুলিয়ে কাঁকড়া কিংবা চিংড়ি খাওয়া পছন্দ করেন, ঝাল ঝাল কাঁকড়ার গ্রেভি, কিংবা ইলিশ বা চিংড়ির ভাজা কিংবা ভোলা বা ভেটকির কড়কড়ে মুখরোচক স্বাদ আপনার জিভে লেগে আছে? তবেই এবার দিঘার সেই মাছ ভাজার স্বাদ এবার শহরে, সি বিচের স্টাইলে চিংড়া, ইলিশ ভাজা এবার খেতে পারবেন মেদিনীপুর শহরে বসে। সাধ্যের মধ্যে সাধ পূরণ করছে এক যুবক। প্রতিদিনই ব্যাপক ভিড় হচ্ছে তার দোকানে। কম দামে একাধিক আইটেম তার কাছে। গ্রাহকদের সামনে ভেজে দিচ্ছে মাছ, ঝাল ঝাল মাখো মাখো গ্রেভি দিয়ে বানিয়ে দিচ্ছে কাঁকড়া।