ওষুধ লাগবে না, দিনে কত ক্ষণ রোদ লাগলে শরীরে 'ভিটামিন ডি'-র ঘাটতি দূর হবে? জেনে নিন সঠিক সময় ও উপায়!
- Published by:Tias Banerjee
Last Updated:
ওষুধ সরিয়ে দিন। প্রতিদিন কতক্ষণ রোদে থাকলে শরীরে ভিটামিন ডি ঘাটতি দূর হবে? জেনে নিন সঠিক সময় ও উপায়!
advertisement
advertisement
ভিটামিন ডি শরীরের জন্য অপরিহার্য। এটি হাড় মজবুত রাখে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি-র অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে এবং অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে। একইসঙ্গে, এই ভিটামিনের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, যার ফলে শরীর নানা রোগের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।
advertisement
সূর্যের আলো ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস। ভারতের বেশিরভাগ অঞ্চলে সারাবছর রোদ থাকে, তবুও মানুষ এই ভিটামিনের ঘাটতিতে ভুগছেন। গবেষণা বলছে, আধুনিক জীবনযাপন—যেমন দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকা, অফিসে বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সূর্যালোকের অভাব—সবই এই ঘাটতির কারণ। শহরে এই সমস্যা গ্রামে তুলনায় অনেক বেশি দেখা যায়। দীর্ঘদিন ভিটামিন ডি-র অভাবে শরীর দুর্বল হয় এবং গুরুতর নানা রোগের আশঙ্কা বাড়ে।
advertisement
advertisement
advertisement
রোদে বসে ভিটামিন ডি কীভাবে পাবেন? ভিটামিন ডি পেতে হলে সূর্যের আলো সরাসরি ত্বকে পড়তে হবে। মুখ, হাত, বাহু ও পায়ের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ অংশ যেন খোলা থাকে, সেটি গুরুত্বপূর্ণ। কাচের জানালার পিছনে বসে রোদ পোহানোয় কোনও লাভ নেই, কারণ কাচের মাধ্যমে আল্ট্রাভায়োলেট রশ্মি শরীরে প্রবেশ করতে পারে না। রোদে থাকার সময় সানস্ক্রিন ব্যবহার করবেন না, কারণ এটি ভিটামিন ডি গঠনে বাধা দেয়।
advertisement
advertisement