এই বিষয়ে চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানান, শিশুর জন্মানোর পর লক্ষণ গুলো দেখা যায়। বাড়িতে ওই সমস্ত শিশুদের সমস্যা বুঝতে পারা যায় না। তাই ব্লক হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য একটি টিম থাকে। এলাকার বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স-সহ বিভিন্ন প্রতিনিধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোঁজখবর নেওয়ার জন্য পরিদর্শন করেন। বিশেষ করে যখন চিকিৎসকেরা হার্টের একটি শব্দ বুঝতে পারে এবং জন্মগত সমস্যা থাকতে পারে।
advertisement
আরও পড়ুন : এ বার গরম চায়ে সুরার স্বাদ! এক অনবদ্য ফিউশনে মজেছেন চাপ্রেমীরা
পাশাপাশি এই লক্ষণ দেখার পরে দ্রুত যোগাযোগ করার জন্য হাসপাতালে যাওয়ার আবেদন জানান। ওই সমস্ত বাচ্চার সরকারি ‘শিশু সাথী’ প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। তাই আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বলে এসেছি যদি হার্টের সমস্যা থাকে তাহলে বাড়ির লোকেদের চিন্তা না করে দ্রুত সরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার আবেদন জানায়। তাহলে বিনা পয়সায় ওই সমস্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে।