TRENDING:

Heart Diseases in Children: শিশুদের জন্মগত হৃদরোগে ভয় পাবেন না, সরকারি প্রকল্পে বিনামূল্য়ে চিকিৎসা সম্বন্ধে জানুন

Last Updated:

Heart Diseases in Children: বর্তমানে প্রায় শিশুদের হার্টে ফুটো হওয়ার সমস্যা দেখা যাচ্ছে। এই রোগ থেকে মুক্তি পাবে এবং কিভাবে গ্রাম বাংলার মানুষ যোগাযোগ করবে তা বিষয় নিয়ে তিনি কি কি জানলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভজি‍ৎ ঘোষ, কামারপুকুর: মানুষে হৃদযন্ত্রে ছিদ্র থাকা মূলত একটি জন্মগত ত্রুটি। সাধারণত গর্ভাবস্থায় শিশুর হৃৎপিণ্ডের বিকাশজনিত সমস্যা কারণে এই ছিদ্র দেখা দিতে পারে। বর্তমানে  হার্টের এই সমস্যায় ভুগছে বহু বাচ্চা। তবে চিকিৎসকদের ধারণা, যদি শুরুতেই সমস্যাটি ধরা পড়ে, তাহলে দ্রুত চিকিৎসার মাধ্যমে শিশুকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। তবে যদি অসুখ নির্ধারণে দেরি হয়, জটিলতা তত বাড়ে। কামারপুকুরে চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানাচ্ছেন, বর্তমানে প্রায়ই শিশুদের হার্টে ফুটো হওয়ার সমস্যা দেখা যাচ্ছে। এই রোগ থেকে মুক্তি পাবে এবং কীভাবে গ্রাম বাংলার মানুষ যোগাযোগ করবে তা বিষয় নিয়ে তিনি কী কী জানালেন।
advertisement

এই বিষয়ে চিকিৎসক বীরেশ্বর বল্লভ জানান, শিশুর জন্মানোর পর লক্ষণ গুলো দেখা যায়। বাড়িতে ওই সমস্ত শিশুদের সমস্যা বুঝতে পারা যায় না। তাই ব্লক হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য একটি টিম থাকে। এলাকার বিভিন্ন জায়গায় ডাক্তার, নার্স-সহ বিভিন্ন প্রতিনিধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোঁজখবর নেওয়ার জন্য পরিদর্শন করেন। বিশেষ করে যখন চিকিৎসকেরা হার্টের একটি শব্দ বুঝতে পারে এবং জন্মগত সমস্যা থাকতে পারে।

advertisement

আরও পড়ুন : এ বার গরম চায়ে সুরার স্বাদ! এক অনবদ্য ফিউশনে মজেছেন চাপ্রেমীরা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাশাপাশি এই লক্ষণ দেখার পরে দ্রুত যোগাযোগ করার জন্য হাসপাতালে যাওয়ার আবেদন জানান। ওই সমস্ত বাচ্চার সরকারি ‘শিশু সাথী’ প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা করানো হয়। তাই আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বলে এসেছি যদি হার্টের সমস্যা থাকে তাহলে বাড়ির লোকেদের চিন্তা না করে দ্রুত সরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার আবেদন জানায়। তাহলে বিনা পয়সায় ওই সমস্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Heart Diseases in Children: শিশুদের জন্মগত হৃদরোগে ভয় পাবেন না, সরকারি প্রকল্পে বিনামূল্য়ে চিকিৎসা সম্বন্ধে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল