বর্তমানে শিলিগুড়ি শিব মন্দির বাজারে এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমত ভাইরাল এই বার্গার বিক্রেতা। সাধারণত বড় বড় রেস্তোরা বা দোকানে গেলে যেমন বার্গার পাওয়া যায় ঠিক সেই রকমই বড় সাইজের বান তার মাঝে মেয়োনিজ ,চাটনি, লোডেড চিকেন , লেটুস পাতার টম্যাটো পেঁয়াজ থেকে শুরু করে কোনও কিছুরই কমতি নেই। বড় বড় রেস্তোরার বার্গারের স্বাদ কেউ হার মানাবে ছোট্ট এই দোকানের ১ টাকার বার্গার। তবে এর জন্য খেলতে হবে একটি ছোট্ট খেলা সেই খেলাতে জিতলেই মিলে যাবে এই দুর্দান্ত অফার।
advertisement
আরও পড়ুন: ত্বক কুচকে যাচ্ছে? দাগ-ছোপ, বলিরেখা? এই পদ্ধতিতে ব্যবহার করুন চিনি! ত্বক হবে যৌবনে ভরা!
এই প্রসঙ্গে বার্গার বিক্রেতা শংকর সরকার বলেন বর্তমান যুগে প্রত্যেকেই নতুনত্ব কিছু খুঁজে বেড়ায় সেই অর্থেই বর্তমান বাজারে এই ১ টাকার বার্গার সকলের নজর কাড়ছে। প্রত্যেক ভোজন রসিকদের জন্য থাকবে ৩০ সেকেন্ডের স্লট এই সময়ের মধ্যে পুরো বার্গার খেয়ে শেষ করতে পারলেই দিতে হবে মাত্র ১ টাকা। এই অফার শুনতেই চারিদিকে হইচই পড়ে যায় বন্ধুবান্ধব থেকে শুরু করে ভোজন রসিকরা সকলেই ছুটে আসে এই খেলার মজা নিতে। অনেকে আবার জিতেও যায়। আর এই খেলায় জিতলেই বার্গার খাওয়ার পরিবর্তে দিতে হবে মাত্র ১ টাকা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অনেকের মানে প্রশ্ন জাগতেই পারে কোথায় দোকান? তাহলে জেনে রাখুন শিলিগুড়ি শিব মন্দিরের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু’নম্বর গেটের পাশেই রয়েছে এই কম্বো কর্নার। যেখানে গেলেই ছোট্ট একটু গেম খেললেই মিলবে এক টাকার এই চিকেন লোডেড বার্গার। যেমন দেখতে তেমন স্বাদের একবার খেলেই মন ভরে উঠবে।
সুজয় ঘোষ