এই কেক বানাতে প্রথমে পরিমাণ মতো ওটস নিয়ে নিন । এরপর ওটস মিক্সারে ভালভাবে মিহি করে গুঁড়ো করে নিন। একটা বাটিতে ওটসগুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে, তাতে নলেন গুড় দিয়ে ভালভাবে মিশিয়ে নিন যাতে কোনওরকম দলা না থাকে। চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। সবশেষে এক চামচ ব্রেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার একটি প্যানে ড্রাই ফ্রুট ভেজে ঠান্ডা করে নিন।
advertisement
অন্যদিকে কেক বানাতে কড়াই গরম করে অল্প নুন দিন। এরপর একটি বাটিতে তেল ব্রাশ করে খানিকটা ভেজে রাখা ড্রাই ফ্রুট দিন। এবার কেকের মিশ্রণটা ঢেলে দিন। ঢাকা -চাপা দিয়ে কম আঁচে ৪৫ মিনিটের মত রান্না হতে দিন। এরপর ঢাকনা খুলে কেকের ভিতর একটা কাঠি ঢুকিয়ে দেখে নিন কাঠির গায়ে কিছু লাগছে কী না। যদি কাঠির গায়ে কিছু না লাগে, তারমানে কেক তৈরি।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
December 12, 2024 5:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cake Recipe: খেতে লা-জবাব, স্বাস্থ্যকরও, বাড়িতে এইভাবে বানিয়ে ওটস দিয়ে নলেন গুড়ের কেক