পাশাপাশি, গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পর্যটকরা। ওপার বাংলা এপার বাংলার তথা ভারত বাংলাদেশ মাঝ বরাবর বয়ে গেছে ইছামতি নদী। আর সেই ইছামতি নদীতে নৌকা বিলাসের পাশাপাশি বাড়তি পাওনা নলেন গুড়, খেজুরের রস আর টাকির মালপোয়া।
আরও পড়ুন: ঘুমের সময় বিকট শব্দ করে নাক ডাকে সঙ্গী? মৃত্যু পর্যন্ত ঘটতে পারে! বাঁচার উপায় জানুন
advertisement
বলাবাহুল্য, ইতিমধ্যে টাকির কিছু দর্শনীয় জায়গাকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে এমন কি বিদেশী পর্যটকদের কাছেও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। ইছামতি নদীর পারে টাকি পর্যটন কেন্দ্রের কাছে বাড়তি অনুভূতি আবেগ।
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
কারণ ওপার বাংলাকে চাক্ষুস করে দেখে নেওয়া যায় নৌকায় বসেই। পর্যটকরা সেই অনুভূতির টানে বার বার চলে আসে টাকিতে। টাকিতে বেড়াতে আপনি কি খাবেন। টাকিতে বেড়াতে গেলেই আপনি একদিকে যেমন সকালে শিউলিদের আনাগোনা অপরদিকে নলেন গুড়ের পাটালি তৈরী করা হয়। অপরদিকে টাকির বিখ্যাত মালপোয়ার স্বাদ নিতে পারেন।
শীতের দিনে সকাল থেকে একদিকে ইছামতিতে নৌকা বিহার অন্যদিকে, সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়িগুলিতে ভিড় জমান ভ্রমণ পিপাসু মানুষেরা। এর সঙ্গে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ টাকির নলেন গুরের পাটালি, খেজুরের রস।
পর্যটকরা নলেনগুড়ের পাটালি কিনতে ভিড় জমাচ্ছে দোকানে। এসময় পর্যটকরা টাটকা রস কিনে খাচ্ছে শিউলিদের কাছ থেকে। তবে আসল নকল যাই হোক খেজুর রসের পাটালি থেকে নলেন গুড়ের গন্ধে ভরে উঠেছে ইছামতির তীরে টাকির বাজারে।
জুলফিকার মোল্লা