Healthy Lifestyle: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! 'এই' ভুলেই নষ্ট কত পরিবার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle: যৌন জীবন নিয়ে নানা মানুষের নানা মত। তবে সবচেয়ে বড় সমস্যা হল, সঙ্গম ও স্বাস্থ্যকর যৌন জীবন নিয়ে খোলাখুলি কেউ কথা বা আলোচনা চান না।
যৌন জীবন নিয়ে নানা মানুষের নানা মত। তবে সবচেয়ে বড় সমস্যা হল, সঙ্গম ও স্বাস্থ্যকর যৌন জীবন নিয়ে খোলাখুলি কেউ কথা বা আলোচনা চান না। বিশেষ করে মেয়েরা তো একেবারেই এড়িয়ে যেতে চান। সঙ্গমের আগে পুরুষ ও মহিলাদের প্রস্রাব করা উচিত। এতে প্রস্রাবে জায়গায় সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কম হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
কিন্তু এতে সত্যিই কি কোনও উপকার হয়? নারী-পুরুষ উভয়েই বেশিরভাগ সঙ্গমের পর প্রস্রাব করে থাকেন। তবে মিলনের আগে প্রস্রাব করে কি সত্যিই কোনও লাভ হয়? বেঙ্গালুরুর কাবেরী হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দিব্যা আর, এ নিয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন। তাঁর মত, সঙ্গমের আগে ও পরে উভয়েরই প্রস্রাব করা উচিত।
advertisement
কী কারণে এমন পরামর্শ বিশেষজ্ঞের? ব্ল্যাডারে প্রস্রাব জমে থাকা অবস্থায় যে জীবাণু থাকে, তা সঙ্গমের সময় একে অপরের শরীরে প্রবেশ করতে পারে। তা থেকে উভয়েরই, বিশেষ করে মেয়েদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। একইসঙ্গে মিলনের আগে প্রস্রাব করা থাকলে শারীরিক স্বস্তিও অনেকটাই থাকে। এতে সঙ্গম আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
advertisement
অনেক সময় অর্গাজম হওয়ার মুহূর্তে প্রস্রাবের অনুভূতি চলে আসে। এতে সঙ্গম চলাকালীন প্রস্রাব করার দিকে মন চলে যায়। প্রস্রাবের চিন্তায় অনেক সময়ই ইজাকুলেশন থেকে বিরত হয়ে যান অনেকে। অর্গাজমের আনন্দানুভূতি বা অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হয়। প্রস্রাব করার পর সঙ্গমে লিপ্ত হলে এই অনভিপ্রেত মুহূর্তের মুখোমুখি হতে হয় না।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, যৌন মিলনের পর প্রস্রাব করা একটি অত্যন্ত ভাল অভ্যেস। এর ফলে যৌনাঙ্গের ক্ষতিকারক ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায় এবং সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে। যৌনমিলনের পর প্রস্রাব করলে ইউরেথরা থেকে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়। ফলে যে কোনও রকমের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যৌনমিলনের পর ৩০ মিনিটের মধ্যে প্রস্রাব শরীরে পক্ষে উপকারী। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)