তবে একটু অন্য ধরনের উপহার হিসেবে ব্যবসায়ীরা প্রাধান্য দিচ্ছেন ডিজাইনার ব্যাগকে। জামাকাপড়ের পাশাপাশি মেয়েদের খুবই পছন্দের জিনিস হল ব্যাগ৷ ফলে সুন্দর লেডিস ব্যাগের উপর নজর থাকে না এমন মেয়ে খুব কমই রয়েছে। হ্যান্ড ব্যাগ, ক্লাচ, বটুয়া নানা রকমের ব্যাগ রয়েছে ভালবাসা দিবসের সম্ভার হিসেবে।
advertisement
এই ব্যাগগুলির দাম নিজেদের আয়ত্বের মধ্যে রয়েছে। অর্থাৎ সাধ্যের মধ্যে সাধ পূরণ৷ ব্যবসায়ী মানস সরকার জানান, “লেডিস ব্যাগ গুলি এনেছিলাম ঝোঁকের বশে। তবে ক্রেতারা এসে আলোচনা করলেই তাদের ব্যাগের কথা জানালে, সেটাই কিনছেন তারা। তবে অন্যান্য উপহার রেখেছি।”
ভালবাসার দিবসের আগে সেজে উঠেছে আলিপুরদুয়ারের উপহারের দোকানগুলি। হার্ট শেপ বেলুন দিয়ে সাজানো হয়েছে দোকান। ডিজাইনার ব্যাগের পাশাপাশি রাখা হয়েছে মার্বেলের শোপিস। ২৫০-১০০০ টাকার মধ্যেই রয়েছে বিভিন্ন উপহার।
Annanya Dey