TRENDING:

Breast Acne : অস্বস্তিকর ব্রেস্ট অ্যাকনের পিছনে আছে একাধিক কারণ

Last Updated:

দেহের অন্যান্য অঙ্গ, এমনকি স্তনেও কিন্তু অ্যাকনে (Breast Acne ) হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপচর্চা সংক্রান্ত যে কোনও আলোচনাতেই বড় অংশ জুড়ে থাকে অ্যাকনে (acne)৷ মুখে ব্রণ বা অ্যাকনের সমস্যা নিয়ে অনেক টোটকা শোনা যায়৷ কিন্তু দেহের অন্যান্য অঙ্গ, এমনকি স্তনেও কিন্তু অ্যাকনে (Breast Acne ) হয়৷
স্তনে লাল র‍্যাশ হয়েছে কি না দেখুন। কোনও ধরনের অস্বস্তি চুলকুনি দেখা দিলে দেরি করবেন না।
স্তনে লাল র‍্যাশ হয়েছে কি না দেখুন। কোনও ধরনের অস্বস্তি চুলকুনি দেখা দিলে দেরি করবেন না।
advertisement

কী কারণে স্তনে অ্যাকনে হয়, জেনে নিন তার পিছনে থাকা কারণগুলি (reasons behind breast acne)

# স্তনের আকৃতি বড় হলে অ্যাকনে হওয়ার সম্ভাবনা বেশি৷ কারণ ঘাম ও আর্দ্রতার পরিমাণ বেশ হয়৷ ফলে অ্যাকনে হওয়ার পথ প্রশস্ত হয়৷

আরও পড়ুন : শুধুমাত্র লেবুজল আর গ্রিন টি পান করে গেলেই কমে না ওজন, বেরিয়ে আসুন ভুল ধারণা থেকে

advertisement

# অন্তর্বাস সব সময় সঠিক মাপের হওয়া বাঞ্ছনীয়৷ অতিরিক্ত টাইট অন্তর্বাস পরবেন না৷ যদি স্তনের তুলনায় ছোট মাপের ব্রা পরেন, তাহলে অতিরিক্ত আর্দ্রতা ও ঘামের জন্য অ্যাকনে বেশি হবে৷

# শরীরের ঘাম, হেয়ার রিমুভাল ক্রিম, পারফিউম এবং ওয়্যাক্সিংয়ের প্রভাবেও অনেক সময় স্পর্শকাতর ত্বকে অ্যাকনে হতে পারে৷ এর ফলে সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়৷

advertisement

# যদি ঘাম বেশি হওয়ার প্রবণতা থাকে বা আপনি অনেক ক্ষণ ধরে শরীরচর্চা করে থাকেন, তাহলেও সেবাশিয়াস গ্ল্যান্ড বন্ধ হয়ে গিয়ে স্তনে অ্যাকনে হতে পারে৷

আরও পড়ুন : দীপাবলিতে যেন অনেক ক্ষণ ধরে জ্বলে থাকে প্রদীপের আলো? মেনে চলুন এই নিয়মগুলি

# শরীরে হরমোনের ভারসাম্যের তারতম্য ঘটলে মুখে অ্যাকনে ও ব্রণ হয়৷ একই কারণে স্তনেও অ্যাকনে হতে পারে৷

advertisement

# তৈলাক্ত ও মশলাদার খাবার বেশি খেলে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এবং ট্রান্স ফ্যাটের কারণে শরীরের অন্য অংশের সঙ্গে স্তনেও অ্যাকনে হতে পারে৷

# মানসিক উদ্বেগ অ্যাকনে বৃদ্ধির অন্যতম বড় কারণ৷ স্তনের অ্যাকনেও তার ব্যতিক্রম নয়৷

আরও পড়ুন : ভূত চতুর্দশীর ‘১৪ শাক’ ঠিক কোনগুলো? জানুন তাদের অপরিসীম গুণাগুণ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমোদিতা আহুজার মতে, ত্বকের ধরন বুঝে ডায়েট ঠিক করতে হবে৷ প্রচুর ফল এবং সব্জি রাখতেই হবে দৈনন্দিন আহারে৷ পাশাপাশি, সঠিক মাপের অন্তর্বাস পরা এবং ব্যক্তিগত পরিচ্ছ্ন্নতার সব নিয়ম মেনে চলাও খুব প্রয়োজনীয়৷ চিকিৎসকের পরামর্শ মতো করতে হবে চেস্ট এক্সারসাইজও৷ যাতে স্তনের আকার ও আকৃতি ঠিক থাকে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Acne : অস্বস্তিকর ব্রেস্ট অ্যাকনের পিছনে আছে একাধিক কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল