সেই পরিসংখ্যান বলছে, বিদায়ী বছরে সারা ভারতে প্রতি মিনিটে গড়ে ১১৫ টি করে বিরিয়ানির (Biryani) অর্ডার গিয়ে পৌঁছেছে সুইগি-র কাছে৷ ডিসেম্বর মাস তথা সারা বছর প্রায় শেষ হতে চলল৷ এখনও অবধি সারা দেশ থেকে বিরিয়ানির মোট সাড়ে পাঁচ কোটি অর্ডার পৌঁছেছে সুইগির কাছে৷ আগের বছরের তুলনায় ২ কোটি বেশি৷ মেইন কোর্সে যদি বিরিয়ানি বাজিমাত করে, তা হলে স্ন্যাক্সে সেই শিরোপা শিঙাড়ার৷ সারা বছরে সুইগির কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫ মিলিয়ন অর্ডার পৌঁছেছে৷ তার পরেই আছে পাওভাজি৷ বছরভর অর্ডার এসেছে ২.১ মিলিয়ন৷ তবে রাত ১০ টার পরই পাল্টে গিয়েছে ভারতবাসীর খাবারের পছন্দ৷ সে সময় দেদার অর্ডার করা হয়েছে চিজ গার্লিক ব্রেড, পপকর্ন এবং ফ্রেঞ্চফ্রাই৷ মিষ্টিমুখের মধ্যে অর্ডারের ভিত্তিতে সবথেকে এগিয়ে, ২.১ মিলিয়ন অর্ডারের গুলাবজামুন৷ দ্বিতীয় স্থানে আছে ১.২৭ মিলিয়ন অর্ডার-সহ রসমালাই৷
advertisement
৪.২৫ লাখ নতুন ব্যবহারকারী এ বার সুইগিতে অর্ডার করেছেন চিকেন বিরিয়ানি৷ চেন্নাই, কলকাতা, লখনউ এবং হায়দরবাদে অর্ডারের শীর্ষ তালিকায় আছে এই খাবার৷ কিন্তু মুম্বইবাসী আবার বেশি অর্ডার করেছে ডাল খিচুড়ি৷ তার পরিমাণ চিকেন বিরিয়ানির তুলনায় দ্বিগুণ বেশি৷
আরও পড়ুন : তাঁর হাতেই শাড়িতে সাজেন দীপিকা থেকে ক্যাটরিনা, গৃহবধূ থেকে ডলি এখন তারকা ড্রেপার
লোভনীয় খাবারের পাশাপাশি এসেছে স্বাস্থ্যকর খাবারের অর্ডারও৷ স্বাস্থ্যসচেতন খাবারের সন্ধানে ‘সুইগি হেল্থহাবে’-এর অর্ডার ২০০ শতাংশ বেড়েছে৷ সুইগির অর্ডার বলছে দেশের মধ্যে সবথেকে স্বাস্থ্যকর খাবারের অর্ডার এসেছে বেঙ্গালুরু থেকে৷ এর পরই আছে হায়দরাবাদ ও মুম্বই৷ সপ্তাহের মধ্যে সোমবার ও বৃহস্পতিবার সবথেকে বেশি স্বাস্থ্যকর খাবারের অর্ডার করা হয়েছে৷
আরও পড়ুন : চরম শৈত্যপ্রবাহে সুস্থ থাকবেন কী করে, রইল টিপস
যতই দাম বাড়ুক, শাকসব্জির মধ্যে অর্ডারের ভিত্তিতে এগিয়ে ছিল টমেটো৷ সারা বছর ইনস্টামার্টে যত টমেটো অর্ডার করা হয়েছে, তা দিয়ে ১১ বছরে স্পেনে টোমোটিনা উৎসব পালিত হয়ে যাবে৷ পাশাপাশি অর্ডার করা হয়েছে কলা, পেঁয়াজ, আলু এবং লঙ্কা৷
আরও পড়ুন : তারুণ্যেই মাথা সাদা? অকালপক্বতা-সহ চুলের অন্যান্য সমস্যা রোধে ব্যবহার করুন প্রাকৃতিক নীল
১.৪ মিলিয়ন প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, ৩.১ মিলিয়ন চকোলেট প্যাকেট, ২.৩ মিলিয়ন টাবভর্তি আইসক্রিম এবং ৬.১ মিলিয়ন চিপসের প্যাকেট৷ খাবার ছাড়া অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে অর্ডার করা হয়েছে ৭০ হাজার প্যাকেট ব্যান্ডএইড, ৫৫ হাজার প্যাকেট ডায়াপার এবং ৩ লক্ষ প্যাকেট স্যানিটরি ন্যাপকিন৷ সঙ্গে অবশ্যই আছে অনলাইনে অর্ডার দেওয়া ১ লক্ষ মাস্ক এবং ৪ লক্ষের বেশি হ্যান্ডওয়াশ৷ সুইগি-র এক্সপ্রেস গ্রোসারি ডেলিভারি সার্ভিস ‘ইনস্টামার্ট’ বছরের শুরুতে হাজির ছিল দেশের দু’টি শহরে৷ এখন সেটি পাওয়া যায় ১৮ শহরে৷
