শাল, পিয়াল দিয়ে ঘেরা আউশগ্রাম। এখানেই জঙ্গলের মধ্যে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। একাধিক সিনেমা, টিভি সিরিয়ালের শ্যুটিং হয়েছে এই রাজবাড়িতে। বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা এখানে শ্যুটিং করে গিয়েছেন। ছোট্ট ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন এই মনোরম জায়গা থেকে।
এই জায়গায় আসার জন্য বর্ধমান থেকে আসতে হবে গুসকরা শহর, তারপর গুসকরা থেকে মোরবাঁধ এবং সেখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে এই রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ি ঘোরা হয়ে গেলে যেতে পারেন একদম কাছেই আউশগ্রামের জঙ্গলে। এই জঙ্গলে কিছুদিন আগে ‘রঘু ডাকাত’-এর শ্যুটিং করে গিয়েছেন। তার কিছুদিন আগেই হয়েছিল ‘রক্তবীজ’-এর শ্যুটিং। আউশগ্রাম জঙ্গলে কিছুটা সময় কাটিয়ে চলে যেতে পারেন লবণধার গ্রামে। এই গ্রাম ‘আলপনা গ্রাম’ নামেও পরিচিত। এই গ্রামের প্রত্যেকটা বাড়ি সাজানো রয়েছে আলপনা দিয়ে। ছবি তোলার আদর্শ জায়গা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী





