একটা সময় স্বামী-স্ত্রী দু’জনকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হত! বছর ৩৫ এর যুবক রজিমুদ্দিন বর্তমানে তিনি একটা সেলাই কারখানার মালিক। তাঁর কারখানা থেকে মেশিনের মাধ্যমে তৈরি হয় একের পর এক শার্ট। আজ তাঁর কারখানায় কাজ করছে গ্রামের যুবকরা। উত্তর ২৪ পারগানা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁর চাপালি গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের বাসিন্দা রজিমুদ্দিন পরিযায়ী শ্রমিকের তকমা ঝেড়ে ফেলে দিয়ে নিজের উদ্যোগে নিজের বাড়িতে শার্ট বানানোর কারখানা স্থাপন করে এলাকায় নজির সৃষ্টি করেছে।
advertisement
দীর্ঘদিন ধরে মুম্বইতে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, তারপর ইঁটভাটা শ্রমিকের কাজ করতেন। এরপর বাড়ি ফিরে জামা তৈরির কাজ করে হাত পাকিয়েছিল। তবে মনে মনে তাঁর একটাই ইচ্ছা ছিল মালিকের অধীনে আর কাজ না করে একদিন নিজেই মালিক হবেন।
পরপর কলকাতায় একটি জামা প্রস্তুতকারাক সংস্থার সঙ্গে যোগাযোগ করে বাড়িতেই সেলাই কারখানা তৈরি করেন। রাজিমুদ্দিনের কারখানা ও বাড়িতে কাঁচামাল নিয়ে অনেকেই সেলাই কাজ করেন। এক সময়ের কাজের জন্যে ভিন রাজ্যে কাজে যাওয়া যুবক এলাকার যুবকদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন।
জুলফিকার মোল্লা