TRENDING:

বিছানার পাশে এক টুকরো লেবু , জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সহজ টোটকা

Last Updated:

Benefits of placing a sliced lemon near your bed : রোজ রাতে বিছানার পাশে  কাগজি লেবু কেটে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা :  শরীর ভাল রাখতে কাগজি লেবুর গুনাগুন কম নেই ৷ কিন্তু জানেন কি? রাত্রে  বিছানার পাশে  কাগজি লেবু রাখলে, অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ লেবুতে থাকা ভিটামিন সি আপনাকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে ৷
advertisement

রোজ রাতে ঘুমানোর আগে বিছানার পাশে একটা কাগজি লেবু কেটে রাখতে হবে ৷  কাগজি লেবুতে আছে নিজস্ব বিশুদ্ধিকরণ ক্ষমতা ৷ বিছানার পাশে কাগজিলেবু কেটে রাখলে , বাতাসে টক্সিন জমতে পারে না ৷ তাছাড়াও পরিবেশে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সক্ষম ৷ তাই রোজ রাতে বিছানার পাশে  কাগজি লেবু কেটে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আসুন জানা যাক রাতে বিছানার পাশে লেবু রাখার উপকারীতা-

advertisement

আরও পড়ুন : কোলেস্টেরল প্রাণঘাতী ! এই খাবারগুলি খেলে ম্যাজিকের মত কমবে দেহের অতিরিক্ত কোলেস্টেরল

ভাল ঘুম - লেবুর সুগন্ধ রক্ত চাপ কমাতে সাহায্য করে ৷ এবং কাগজি লেবুতে  থাকা প্রাকৃতিক উপাদান মস্তিষ্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে ৷ এর ফলে রাত্রে খুব ভাল ঘুম হয় ৷ তাই ভাল ঘুম না হলে রোজ রাতে বিছানার পাশে কাগজি লেবু কেটে রাখাই যেতে পারে ৷

advertisement

সর্দি -কাশি থেকে মুক্তি - রোজ রাতে বিছানার পাশে এক টুকরো কাগজি লেবু রাখলে  সর্দি- কাশি থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷ লেবুতে থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম ৷ তাই অকারণ ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷

আরও পড়ুন : অযথা চুল পড়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ? এই ঘরোয়া হেয়ার মাস্ক কাজ করবে ম্যাজিকের মত

advertisement

কীট প্রতিরোধক -  কাগজি লেবুতে থাকা উপাদান কীট প্রতিরোধক হিসেবা কাজ করে ৷ তাই বিছানার পাশে লেবু কেটে রাখলে পোকা-মাকড় আসতে পারে না ৷

পরিবেশ সতেজ করা - কাগজি লেবুর মধ্যে থাকা বিভিন্ন উপাদান বাতাশের বিশুদ্ধকরণ করে এবং পরিবেশ সতেজ রাখতে সহায়তা করে ৷

ব্যাকটেরিয়া থেকে মুক্তি - কাগজি লেবুর মধ্যে ব্যাকটেরিয়া নষ্ট করা ক্ষমতা আছে তাই আপনাকে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্তি দিতে পারে এক টুকরো লেবু ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যাথা, ক্লান্তি থেকেও মুক্তি দিতে পারে কাগজি লেবু ৷ তাই রোজ রাতে বিছানার পাশে এক টুকরো কাগজি লেবু রাখাই যেতে পারে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিছানার পাশে এক টুকরো লেবু , জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সহজ টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল