নিজের সৌন্দর্য বজায় রাখতে, সে ত্বকই হোক বা চুল, মাধুরী ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপর। সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে মাধুরী তাঁর আপামর ভক্তকুলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর ঘন কালো সুন্দর চুলের রহস্য। জানা গেল যে বাড়িতে তৈরি এক বিশেষ তেল তিনি ব্যবহার করেন। আর সেটা অন্যরাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। পুজোর আর মাত্র তিন চার দিন বাকি, দেরি না করে মাধুরীর দেওয়া রেসিপি মেনে এখনই এই ম্যাজিক তেল তৈরি করে নিলেই এক ঢাল ঘন কালো চুলের রহস্য এসে যাবে হাতের মুঠোয়।
advertisement
মাধুরীর দেওয়া তেলের রেসিপির উপাদান
প্রথমে আধ কাপ নারকেল তেল নিতে হবে। তার সঙ্গে নিতে হবে এক চা চামচ মেথি। এবার নিতে হবে ১৫-২০ টা কারি পাতা। একটা ছোট পেঁয়াজ কুঁচিয়ে কেটে নিতে হবে।
কী ভাবে তৈরি করতে হবে
সমস্ত উপাদান একটি পাত্রে নিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। সমস্ত উপাদান ফুটে গেলে আঁচ বন্ধ করে সরাসরি তেল একটা কাচের পাত্রে ঢেলে নিতে হবে। কাচের পাত্রের কথা এই জন্য বলা হচ্ছে কারণ কাচের পাত্রে তেল অনেক দিন ভালো থাকে। এবার এই তেল নিয়মিত মাথায় মালিশ করতে হবে। চুলের বৃদ্ধির জন্য দু'টো অন্যতম উপাদান হল প্রোটিন ও আয়রন। এই দু'টোই থাকে মেথির মধ্যে। আবার কারি পাতার মধ্যেও থাকে প্রোটিন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে এই দু'টোই চুলের জন্য ভালো- ব্যবহার করলেই তা স্পষ্ট বোঝা যাবে৷