TRENDING:

Maithon: মাইথনে আচমকা হলটা কী? ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, শীতের আগেই তুলকালাম কাণ্ড!

Last Updated:

Maithon Dam: পর্যটনের মরশুমে এলাকার হোটেলগুলি সেজে উঠছে। প্রস্তুতি শুরু করে দিয়েছেন নৌকা চালকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। সকাল বিকেলে কুয়াশা, ঠান্ডার আমেজ। আবহাওয়া বলছে, শীত কড়া নাচে বাংলার দোরগড়ায়। আর শীতকালে পিকনিক হবে না, এমন তো হয় না। তাই পর্যটকদের অপেক্ষায় সেজে উঠতে শুরু করেছে জেলার সবথেকে জনপ্রিয় পিকনিক স্পট মাইথন। মাইথন জলাধারকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই পিকনিক স্পট।
advertisement

শীতকাল পুরোপুরিভাবে বাংলায় প্রবেশ করার আগেই মাইথন জলাধারে পিকনিকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে দামোদরের উপর নির্মিত এই জলাধারের সংলগ্ন এলাকাগুলি। প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই পর্যটনস্থলকে কেন্দ্র করে উপার্জন করা ব্যবসায়ীরা। পর্যটনের মরশুমে এলাকার হোটেলগুলি যেমন সেজে উঠছে, তেমনভাবেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন সমস্ত নৌকা চালকরা।

আরও পড়ুন- ‘দেহব্যবসা করেছি…’! বাথরুম থেকে ১২ লাখ টাকা উদ্ধার হতেই সাফাই নায়িকার, এক ভুলেই কেরিয়ার শেষ বলি ডিভার! চিনতে পারলেন?

advertisement

মাইথন জলাধারে নৌকাবিহার অন্যতম আকর্ষণ। ফলে চাহিদা রয়েছে নৌকাচালকদের। এখানে নৌকা চালিয়ে স্থানীয় এলাকার অনেকেই দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করেন। কিন্তু বর্ষাকালে জলাধারের জলস্তর বেড়ে গেলে কাজ বন্ধ হয়ে যায়। নৌকা বাঁধা পড়ে থাকে ঘাটে। তারপর শীত এলে ফের পর্যটকদের আনাগোনা বাড়ে। তখন আবার নৌকা চালকরা উপার্জন ফিরে পান। তাই পিকনিক শুরু হওয়ার আগে তারাও প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা…! ২৫ বছরেই বিধবা, দ্বিতীয় বিয়ের সময় গর্ভবতী! শেষে তিনবার বিবাহিত পুরুষকে বিয়ে করেও পাননি সুখ! বলুন তো কে এই নায়িকা?

নৌকাগুলিকে ইতিমধ্যেই মেরামত করার কাজ শুরু করে দিয়েছেন তারা। সেগুলিকে নতুন করে রং করা হবে। সাজিয়ে তোলা হবে। যাতে করে নৌকাবিহারের আনন্দ পর্যটকদের কাছে দ্বিগুণ হয়ে ওঠে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকেও সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার দিকটি যেমন দেখা হবে, তেমন ভাবে পর্যটকদের জন্য পানীয় জলের ব্যবস্থা থাকবে। থাকবে শৌচাগারের ব্যবস্থা। অন্যদিকে এলাকায় যাতে দূষণ না ছড়ায়, সে বিষয়টি নিয়ে সচেতন প্রশাসন। যত্রযত্র আবর্জনা ছড়িয়ে থাকা রুখতে এবং প্লাস্টিক দূষণ ঠেকাতে পদক্ষেপ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Maithon: মাইথনে আচমকা হলটা কী? ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ, শীতের আগেই তুলকালাম কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল