TRENDING:

Ayurvedic Remedies for Children: ওমিক্রন আবহে সুরক্ষিত রাখতে চান আপনার সন্তানকে? ওকে দিন সহজ এই আয়ুর্বেদিক টোটকা

Last Updated:

Ayurvedic Remedies for Children: আয়ুর্বেদের শরণ নিলে শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মজবুত হয়৷ এর ফলে সংক্রমণের হার অনেক কমে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অতিমারির তৃতীয় তরঙ্গে ফের বিপর্যস্ত পারিপার্শ্বিক (Coronavirus third wave)৷ ওমিক্রন ভ্যারিয়্যান্ট (omicron variant) অনেক বেশি সংক্রামক৷ তবে চিকিৎসকদের কাছে এটাই আশার কথা যে ওমিক্রনের তীব্রতা অত ভয়াবহ নয়৷ করোনা ভাইরাসের এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি হওয়ার হার কম৷ ভর্তি হলেও আইসিইউ ওয়ার্ডের পরিষেবা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন পড়ছে না৷ ডেল্টা ভ্যারিয়্যান্টের তুলনায় ওমিক্রনে মৃত্যুহারও কম৷ দেশ জুড়ে ১৫ থেকে ১৭ বছর বয়সিদের জন্য শুরু হয়েছে টিকাকরণ প্রকল্প৷
advertisement

অল ইন্ডিয়া ইনস্টিটিউড অব আয়ুর্বেদ বা এআইআইএ-এর অধিকর্তা ডক্টর তনুজা বলেন, কোভিডবিধি মেনে চলার পাশাপাশি যদি আয়ুর্বেদিক পদক্ষেপ অনুসরণ করা হয় তাহলে সংক্রমণের হার অনেক কম হতে পারে৷ একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, আয়ুর্বেদিক টোটকা কখনও দাবি করে না যে করোনাভাইরাসকে সম্পূর্ণ আটকে দেওয়া যাবে৷ তবে আয়ুর্বেদের শরণ নিলে শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মজবুত হয়৷ এর ফলে সংক্রমণের হার অনেক কমে যায়৷

advertisement

আরও পড়ুন : টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন

তাঁর কথায়, ‘‘ভারতে আমরা দেখছি ওমিক্রন অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷ একই সঙ্গে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ৷’’ তিনি আরও যোগ করেন, ‘‘ওমিক্রন অনেক বেশি ছোঁয়াচে৷ কিন্তু এর তীব্রতা কম এবং তার কারণ কোভিডের টিকা৷ যদিও টিকা নেওয়ার পরও মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, কিন্তু জীবাণু তাঁদের বেশি ক্ষতি করতে পারছে না৷ সেক্ষেত্রে ছোটদের খেয়াল রাখাও বিশেষ জরুরি৷’’

advertisement

আরও পড়ুন : ওজন বেড়ে যাওয়ার উদ্বেগ ভুলেই আড্ডা জমান মুখরোচক এই জলখাবারগুলিতে

বাচ্চাদের জন্য ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষাবলয় গড়ে তুলতে চিকিৎসক তনুজা গুরুত্ব দিয়েছেন দুধের উপর৷ অবশ্য শুধু দুধ নয়৷ তনুজার কথায়, দুধের সঙ্গে দিতে হবে চ্যবনপ্রাশ৷ তিনি মনে করেন দুধে চ্যবনপ্রাশ মিশিয়ে খেলে সেটি শীতে মরশুমি রোগ থেকে বাচ্চাদের ভাল রাখবে৷ আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে৷

advertisement

আরও পড়ুন : কালোই জগতের আলো, ত্বকের সমস্যা দূর করতে ভরসা চারকোলের কালিমাই

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

বাচ্চাদের হলুদ মেশানো দুধ দেওয়ার জন্যেও বলেছেন তনুজা৷ সেইসঙ্গে দিতে হবে তাজা ফল ও সব্জি৷ ফাস্ট ফুড যতটা সম্ভব কম রেখে তাদের ডায়েটে রাখুন বাড়িতে তৈরি খাবার৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ayurvedic Remedies for Children: ওমিক্রন আবহে সুরক্ষিত রাখতে চান আপনার সন্তানকে? ওকে দিন সহজ এই আয়ুর্বেদিক টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল