Snacks for weight loss: ওজন বেড়ে যাওয়ার উদ্বেগ ভুলেই আড্ডা জমান মুখরোচক এই জলখাবারগুলিতে

Last Updated:

চ্যালেঞ্জ পূরণের পথে বাধা সৃষ্টি করে খাবারের প্রতি দুর্দমনীয় লোভ৷ তবে যদি এমন হয়, খাব কিন্তু ওজন বাড়বে না? জমবে না ক্যালরি ও ফ্যাট? (Snacks you can munch on without thinking of gaining weight )

নতুন বছরের রেজোলিউশনের মধ্যে ওজন কমিয়ে রোগা হওয়ার প্রতিজ্ঞা অত্যন্ত পরিচিত৷ কিন্তু বছর ফুরিয়ে আসবার বেশ কিছু মাস আগে থেকেই রণে ভঙ্গে দিতে বাধ্য হন বেশিরভাগ প্রতিজ্ঞাকারীই৷ চ্যালেঞ্জ পূরণের পথে বাধা সৃষ্টি করে খাবারের প্রতি দুর্দমনীয় লোভ৷ তবে যদি এমন হয়, খাব কিন্তু ওজন বাড়বে না? জমবে না ক্যালরি ও ফ্যাট? (Snacks you can munch on without thinking of gaining weight ) রইল সেরকমই কিছু রেসিপি-
বেকড রাগি চাকলি-
দক্ষিণী হেঁসেলের পরিচিত অথচ প্রিয় স্ন্যাক্স হল এই খাবার৷ স্থানীয় ভাষায় পরিচিত ‘মুরুক্কু’ নামেও৷ এই বেকড চাকলি অত্যন্ত সুস্বাদু৷ রাগি আটা ব্যবহারের ফলে ওজন বাড়বে না৷ আবার অন্যদিকে ত্বকে বয়সের ছাপ পড়ে যাওয়া বা চুল পড়ার মতো সমস্যাও রোধ হবে৷
advertisement
advertisement
শুকনো বিনস, ক্যাপসিকাম, টোম্যাটো দেওয়ার ফলে স্যালাডে টক-মিষ্টি স্বাদ তৈরি হয়৷ বিনসে আছে ফাইবার, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম৷ তাছাড়া ফ্যাটের মাত্রা বিনসে বেশ কম৷ নিরামিষ ডায়েটের ক্ষেত্রে বিনসের প্ল্যান্ট বেসড প্রোটিন ও আয়রন গুরুত্বপূর্ণ৷ ক্যালরি কম হওয়া কারণে রোগা হওয়ার ক্ষেত্রে বিনস দরকারি৷
advertisement
ভাজা শিঙাড়া বা চাকলির বদলে চাটে দিন স্বাস্থ্যকর খাবার৷ দিতেই পারেন স্প্রাউটস ও কর্ন৷ ফলে এই কম্বিনেশন হয়ে উঠবে প্রোটিন, ভিটামিন সি ও ভিটামিন কে, ডায়েটরি ফাইবারে ভরপুর৷ পুষ্টির পাওয়ারহাউসকে সাজিয়ে দিন ধনেপাতায়৷ সান্ধ্যকালীন চাবাসর হয়ে উঠুক মুখরোচক৷
advertisement
পাপড়ি, সেমাই, আলুর সঙ্গে মেশান অ্যাভোকাডো ও বিনস স্প্রাউটস৷ তার পর তাতে দিন পেঁয়াজ, টোম্যাটো ও তেঁতুলের রস৷ তৈরি হবে রোগা হওয়ার আদর্শ খাবার৷ এ হল সেই খাবার যেখানে রাস্তার খাবারে মিশেছে পুষ্টির সমাহার৷
আমন্ড-
তলপেটের মেদ কমানোর ক্ষেত্রে উপযোগী হল আমন্ড বাদাম৷ আমন্ডে প্রচুর ক্যালরি৷ কি্তু ওজন কমে কারণ আমন্ডের ফ্যাট মেটাবলিজম রেট অনেক বেশি৷ দুপুরবেলা কাজের মাঝে খিদে পেলে নিশ্চিন্তে কামড় বসাতে পারেন আমন্ডে৷
advertisement
এই রেসিপিগুলি ট্রাই করুন৷ নিশ্চিন্তে খান, ওজন বেড়ে যাওয়ার উদ্বেগ ভুলে৷ হয়তো দেখলেন বছরের শেষে আপনার রেজোলিউশন বিফলে গেল না৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Snacks for weight loss: ওজন বেড়ে যাওয়ার উদ্বেগ ভুলেই আড্ডা জমান মুখরোচক এই জলখাবারগুলিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement