Grow your child’s reading habit : আপনার সন্তান গল্পের বই পড়ে না? আজ থেকেই ওর অভ্যাস তৈরি করুন এই ছোট ছোট ধাপে

Last Updated:

Grow your child’s reading habit : ছোট ছোট উপায় অনুসরণ করুন৷ তাহলেই দেখবেন আপনার সন্তানও স্মার্টফেোন ছেড়ে বইয়ের দিকে ক্রমশ আকৃষ্ট হচ্ছে

শিশুর সর্বাঙ্গীন মানসিক বিকাশের জন্য বই পড়ার অভ্যাসের কোনও বিকল্প নেই (benefits of reading habit)৷ কিন্তু বৈদ্যুতিন গ্যাজেটের প্রভাবে অনেক দিনই বই থেকে দূরত্ব বেড়ে গিয়েছে শৈশবের৷ অতিমারি ও লকডাউন আবহে আরও অনেকটাই বই থেকে দূরে সরে গিয়েছে উত্তর প্রজন্ম৷ তাদের আরও বেশি করে বইমুখী করে তুলতে হবে৷ এতে একদিকে মানসিক বিকাশ হবে৷ অন্যদিকে কমবে স্ক্রিনটাইমও৷ বই পড়ার অভ্যাস কিন্তু প্রথম দিকে অনুকরণীয়৷ আর্থাৎ বাবা মা অথবা অন্য কাউকে বই পড়তে দেখলে তবে বাচ্চাও আগ্রহী হবে বইয়ের সাদাকালো দুনিয়ার প্রতি (Tips to grow your child’s reading habit)৷
ছোট ছোট উপায় অনুসরণ করুন৷ তাহলেই দেখবেন আপনার সন্তানও স্মার্টফেোন ছেড়ে বইয়ের দিকে ক্রমশ আকৃষ্ট হচ্ছে-
আপনি নিজে বই পড়ুন
advertisement
আপনার হাতেও যেন স্মার্টফোনের বদলে বই বেশি দেখে সন্তান৷ অভিভাবক হিসেবে সন্তানের সামনে দেখান আপনারও প্রধান শখ বই পড়া-ই৷ এই অভ্যাস যে লোভনীয়, সেটা বোঝাতে হবে সন্তানকে৷ তাই বলে সারা ক্ষণ বই পড়তে হবে না৷ কিন্তু সন্তানের মনে কৌতূহল গড়ে তুলুন বই নিয়ে৷
advertisement
আপনার প্রিয় বই, লেখক, গল্প কবিতা নিয়ে সন্তানের সঙ্গেও কথা বলুন৷ ছোটবেলায় কার লেখা পড়তে পছন্দ করতেন, জানান সন্তানকে৷ দেখবেন, ধীরে ধীরে সন্তানও ক্রমশ আগ্রহী হয়ে উঠছে বইয়ের প্রতি৷
পরিবারে বইয়ের জায়গা
advertisement
বাড়ি বই দিয়ে সাজিয়ে তুলুন৷ তবে শুধু সাজানোই নয়৷ সেগুলি পড়তেও হবে৷ সন্তানের কাছে যেন এই বার্তা যায় যে বই উপভোগ্য৷ বই নিছক ঘর সাজানোর উপকরণ নয়৷
advertisement
অবসরে নিয়মিত সন্তানকে নিয়ে যান লাইব্রেরিতে৷ সময় কাটানোর জায়গা মানেই যে শপিং মল বা অ্যামিউজমেন্ট পার্ক নয়, সেটা বুঝতে দিন সন্তানকে৷ তাকে পাঠাগারে নিয়ে যান৷ পছন্দসই বই বেছে নিতে দিন৷ এভাবেই ধীরে ধীরে লেখক ও সাহিত্যজগতের সঙ্গে ওর পরিচয় তৈরি হবে৷
দৈনিক রুটিনের অঙ্গ বইপড়া
বইপড়া এবং লেখার জন্য রোজ কিছুটা হলেও সময় রাখতে বলুন সন্তানকে৷ পড়াশোনার বাইরে কিছুটা সময় থাকুক সিলেবাসের বাইরে অন্য বই পড়া এবং অন্য লেখালেখির জন্য৷ এতে সৃষ্টিশীলতা বাড়বে৷
advertisement
আরও পড়ুন : ঠান্ডা থেকে বাঁচিয়ে শীতকালে শরীরকে উষ্ণ রাখে এই সহজলভ্য সব্জিগুলি
তবে বইপড়ার অভ্যাস একদিনে তৈরি হয় না৷ আপনাকে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে৷ দেখবেন, সন্তান যেন বই থেকে আগ্রহ হারিয়ে না ফেলে৷ দেরি না করে চেষ্টা শুরু করুন তাড়াতাড়ি৷ কারণ বইপড়ার অভ্যাস তৈরি হয় শৈশবেই, বড়বেলায় নয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Grow your child’s reading habit : আপনার সন্তান গল্পের বই পড়ে না? আজ থেকেই ওর অভ্যাস তৈরি করুন এই ছোট ছোট ধাপে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement