Activated Charcoal : কালোই জগতের আলো, ত্বকের সমস্যা দূর করতে ভরসা চারকোলের কালিমাই

Last Updated:

বাজারে যে প্রসাধনী পাওয়া যায়, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া হলেও হতে পারে৷ কিন্তু প্রাকৃতিক চারকোলে ত্বক থাকে নিশ্চিন্ত (benefits of Activated Charcoal)

কার্বনের খাঁটিতম রূপভেদ হল চারকোল৷ ত্বক থেকে কার্বনের অন্যান্য রপভেদ যেমন নোংরা বা ময়লা, দূষণের যে কোনও অংশ দূর করতে চারকোল জুড়িহীন৷ বাজারে যে প্রসাধনী পাওয়া যায়, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া হলেও হতে পারে৷ কিন্তু প্রাকৃতিক চারকোলে ত্বক থাকে নিশ্চিন্ত (benefits of Activated Charcoal)৷
অ্যাক্টিভেটেড চারকোল কী?
কার্বন থেকে প্রক্রিয়াজাত হয় ছোট ছোট কণার অ্যাক্টিভেটেড চারকোল৷ ত্বকের ছিদ্র বা স্কিনপোরসের মধ্যে প্রবেশ করে সেগুলি মুক্ত করে৷ ফলে স্কিনটোন হয় পরিষ্কার সমান৷ চারকোল দিয়ে তৈরি ফেসস্ক্রাব, ফেসমাস্ক, ফেসওয়াশ ও সাবান এখন বেশ জনপ্রিয়৷
advertisement
অ্যাক্টিভেটেড চারকোলের গুণ-
চারকোলের প্রধান গুণ হল এর প্রভাবে ত্বকের রোমকূপ বা পোরস মুক্ত হয়৷ সেবাম এবং দূষণজাত কণাকে সরিয়ে স্কিনপোরস মুক্ত করে অ্যাক্টিভেটেড চারকোল৷ ব্রণ, অ্যাকনে-সহ অন্যান্য সংক্রমণের প্রভাব দূর করে চারকোল৷
advertisement
আপনার ত্বকের ধরন যে রকমই হোক না কেন, ত্বক ভাল রাখার জন্য এক্সফোলিয়েশন জরুরি৷ অ্যাক্টিভেটেড চারকোলের প্রভাবে ত্বকের মৃত কোষ ঝরে যায়৷ ফলে ত্বক হয়ে ওঠে তরতাজা ও ইভেন টোনড৷
advertisement
নিয়মিত মুখ পরিষ্কার করলে অ্যাকনে ও ব্রেক আউটের সমস্যা নিয়ন্ত্রণ করে৷ পুরোপুরি দূর না হলেও এই সমস্যাগুলি কমে যায় অন্তত৷ অ্যাকনে ও ব্রেক আউটের একাধিক কারণ আছে-অতিরিক্ত ঘাম, ধুলো মিশে যাওয়ার মতো কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়৷ চারকোল অ্যাক্টিভেটেড জিনিসের ফলে এই সমস্যা থেকে মুক্ত হয় ত্বক৷
advertisement
সব রকম ত্বকের জন্যই অ্যাক্টিভেটেড চারকোল উপকারী৷ এই উপাদান ত্বকের আর্দরতা ভারসাম্য রক্ষা করে৷ যদি আপনার ত্বক শুকনোও হয়, তাহলেও ব্যবহার করতে পারেন চারকোলনির্ভর প্রসাধনী৷ চারকোলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিলে ত্বকের পক্ষে সেটি খুব উপকারী৷ এই মিশ্রণে উপশম হয় ত্বকের একাধিক সমস্যা৷
ডিটক্সিফাই ও ইভেন স্কিন টোন-
advertisement
অ্যাক্টিভেটেড চারকোল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে৷ ত্বকের দাগছোপ অনেকটাই মিলিয়ে যায় চারকোলভিত্তিক প্রসাধনীর নিয়মিত ব্যবহারে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Activated Charcoal : কালোই জগতের আলো, ত্বকের সমস্যা দূর করতে ভরসা চারকোলের কালিমাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement