Activated Charcoal : কালোই জগতের আলো, ত্বকের সমস্যা দূর করতে ভরসা চারকোলের কালিমাই

Last Updated:

বাজারে যে প্রসাধনী পাওয়া যায়, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া হলেও হতে পারে৷ কিন্তু প্রাকৃতিক চারকোলে ত্বক থাকে নিশ্চিন্ত (benefits of Activated Charcoal)

কার্বনের খাঁটিতম রূপভেদ হল চারকোল৷ ত্বক থেকে কার্বনের অন্যান্য রপভেদ যেমন নোংরা বা ময়লা, দূষণের যে কোনও অংশ দূর করতে চারকোল জুড়িহীন৷ বাজারে যে প্রসাধনী পাওয়া যায়, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া হলেও হতে পারে৷ কিন্তু প্রাকৃতিক চারকোলে ত্বক থাকে নিশ্চিন্ত (benefits of Activated Charcoal)৷
অ্যাক্টিভেটেড চারকোল কী?
কার্বন থেকে প্রক্রিয়াজাত হয় ছোট ছোট কণার অ্যাক্টিভেটেড চারকোল৷ ত্বকের ছিদ্র বা স্কিনপোরসের মধ্যে প্রবেশ করে সেগুলি মুক্ত করে৷ ফলে স্কিনটোন হয় পরিষ্কার সমান৷ চারকোল দিয়ে তৈরি ফেসস্ক্রাব, ফেসমাস্ক, ফেসওয়াশ ও সাবান এখন বেশ জনপ্রিয়৷
advertisement
অ্যাক্টিভেটেড চারকোলের গুণ-
চারকোলের প্রধান গুণ হল এর প্রভাবে ত্বকের রোমকূপ বা পোরস মুক্ত হয়৷ সেবাম এবং দূষণজাত কণাকে সরিয়ে স্কিনপোরস মুক্ত করে অ্যাক্টিভেটেড চারকোল৷ ব্রণ, অ্যাকনে-সহ অন্যান্য সংক্রমণের প্রভাব দূর করে চারকোল৷
advertisement
আপনার ত্বকের ধরন যে রকমই হোক না কেন, ত্বক ভাল রাখার জন্য এক্সফোলিয়েশন জরুরি৷ অ্যাক্টিভেটেড চারকোলের প্রভাবে ত্বকের মৃত কোষ ঝরে যায়৷ ফলে ত্বক হয়ে ওঠে তরতাজা ও ইভেন টোনড৷
advertisement
নিয়মিত মুখ পরিষ্কার করলে অ্যাকনে ও ব্রেক আউটের সমস্যা নিয়ন্ত্রণ করে৷ পুরোপুরি দূর না হলেও এই সমস্যাগুলি কমে যায় অন্তত৷ অ্যাকনে ও ব্রেক আউটের একাধিক কারণ আছে-অতিরিক্ত ঘাম, ধুলো মিশে যাওয়ার মতো কারণে ত্বক ক্ষতিগ্রস্ত হয়৷ চারকোল অ্যাক্টিভেটেড জিনিসের ফলে এই সমস্যা থেকে মুক্ত হয় ত্বক৷
advertisement
সব রকম ত্বকের জন্যই অ্যাক্টিভেটেড চারকোল উপকারী৷ এই উপাদান ত্বকের আর্দরতা ভারসাম্য রক্ষা করে৷ যদি আপনার ত্বক শুকনোও হয়, তাহলেও ব্যবহার করতে পারেন চারকোলনির্ভর প্রসাধনী৷ চারকোলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিলে ত্বকের পক্ষে সেটি খুব উপকারী৷ এই মিশ্রণে উপশম হয় ত্বকের একাধিক সমস্যা৷
ডিটক্সিফাই ও ইভেন স্কিন টোন-
advertisement
অ্যাক্টিভেটেড চারকোল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে৷ ত্বকের দাগছোপ অনেকটাই মিলিয়ে যায় চারকোলভিত্তিক প্রসাধনীর নিয়মিত ব্যবহারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Activated Charcoal : কালোই জগতের আলো, ত্বকের সমস্যা দূর করতে ভরসা চারকোলের কালিমাই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement