Ethnic Footwear for Men: পুরুষদের পুরাতনী সাজের যোগ্য সঙ্গত দেয় সাবেক জুতোই

Last Updated:

এথনিক পোশাকের সঙ্গে জুতো বাছাই করাটা একটু কঠিন হয়ে পড়ে। জেনে নেওয়া যাক কেমন এথনিক জুতো প্রতি পুরুষের কালেকশনে থাকা উচিত (Ethnic Footwear for Men's Collection)

কোনও অনুষ্ঠানে যাবার আগে ভালো পোশাক এবং সাজগোজ যেমন জরুরি, পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে জুতো বাছাই করাটাও সমান ভাবে জরুরি। ফলে বোঝাই যাচ্ছে যে, জুতোটাও কিন্তু সাজগোজের অন্যতম প্রধান অঙ্গ। হ্যাঁ তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যে জুতোই পরা হোক না-কেন, জুতো যেন আরামদায়ক হয়। অর্থাৎ জুতো পরে যেন অস্বস্তি না-হয়। নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তবে ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেটা হল ইন্ডিয়ান এথনিক জুতো। আসলে ফর্মাল অথবা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে জুতো বাছাই করা সোজা। কিন্তু ইন্ডিয়ান এথনিক পোশাকের সঙ্গে জুতো বাছাই করাটা একটু কঠিন হয়ে পড়ে। জেনে নেওয়া যাক কেমন এথনিক জুতো প্রতি পুরুষের কালেকশনে থাকা উচিত (Ethnic Footwear for Men's Collection))।
হ্যান্ডমেড কোলাপুরি:
কোলাপুরি জুতো সব থেকে আরামদায়ক এবং দারুণ ফ্যাশনেবল। যে কোনও বয়সের জন্যই পারফেক্ট। এই ধরনের জুতো ক্লাসিক কুর্তার সঙ্গে দারুণ যাবে। জিনস্, সাদা ক্লাসিক কুর্তা পরে নিয়ে ব্রাউন কোলাপুরি চটি গলিয়ে নিলেই সাজ পারফেক্ট!
advertisement
স্ট্র্যাপি লেদার স্যান্ডেল:
লেদার স্যান্ডেল ফ্যাশনে চিরাচরিত ভাবে নিজের জায়গা করে রেখেছে। আর ভীষণ রকম আরামদায়কও তো বটেই। কুর্তা সেট এবং নেহরু জ্যাকেটের সঙ্গে এক জোড়া স্ট্র্যাপি লেদার স্যান্ডেল দারুণ মানাবে। যে কোনও অনুষ্ঠানে এটা একটা জেন্টলম্যান লুক এনে দেবে!
advertisement
এই ধরনের পা-ঢাকা জুতো সাধারণত নরম চামড়ার তৈরি হয়। ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে এই ধরনের জুতো পারফেক্ট ম্যাচ। নানা রকম রঙে তো পাওয়া যায়ই, তার সঙ্গে বিভিন্ন রকম এমব্রয়ডারি এবং এম্বেলিশমেন্টও থাকে।
advertisement
এথনিক ফ্ল্যাট ফুটওয়্যারের কথা উঠলে প্রথমেই যে নামটা মাথায় আসে, সেটা হল- জুতি। ক্লাসিক থেকে ফাঙ্কি থেকে রঙবেরঙের- নানা স্টাইলে এই ধরনের জুতো পাওয়া যায়। জুতি ফ্যাশনে বহু সময় ধরেই ইন। মহিলারাও পঞ্জাবি সালোয়ার স্যুটের সঙ্গে অথবা ধুতি প্যান্টের সঙ্গে জুতি পরে থাকেন। ছেলেরাও এথনিক আউটফিটের সঙ্গে জুতি পরতে পারেন- আসবে পারফেক্ট স্টাইলিশ লুক!
advertisement
যে কোনও বিয়ে অথবা অনুষ্ঠানে মহিলাদের শাড়ি অথবা গাউনের সঙ্গে এম্বেলিশড ঝলমলে হিলওয়ালা স্যান্ডেল পরতে দেখা যায়। পুরুষদের ক্ষেত্রেও এই ধরনের সাবেক হিলওয়ালা স্যান্ডেল গ্ল্যাম লুক এনে দেবে। অনুষ্ঠানবাড়ির সাজ কমপ্লিট করতে এথনিক আউটপিটের সঙ্গে এই ধরনের স্যান্ডেল পরা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ethnic Footwear for Men: পুরুষদের পুরাতনী সাজের যোগ্য সঙ্গত দেয় সাবেক জুতোই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement