Harmful Toothpick: টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন

Last Updated:

দাঁতের গঠনে, এমনকি, রুট ক্যানাল ট্রিটমেন্টেও ক্ষতিসাধন করতে পারে টুথপিকের খোঁচা (harmful sides of toothpick)

ওরাল হেল্থ বা মুখের ভিতরের স্বাস্থ্য শরীরের সার্বিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ (oral health)৷  আমাদের দাঁত ও মাড়ি থেকে অনেক সময়েই জীবাণু শরীরের ভিতরে প্রবেশ করে৷ ফলে বিঘ্নিত হয় সুস্থতা৷ দাঁত ও  মাড়িকে সুস্থ রাখার পিছনে টুথপিক বা দাঁতখড়কে খলনায়ক৷ টুথপিক ঠিকমতো ব্যবহার না করলে এর থেকে দাঁত ও মাড়ির ক্ষতিসাধন অবধারিত৷ টুথপিকের আঘাতে মাড়িতে সংক্রমণ হতে পারে৷ তাছাড়া দাঁতের গঠনে, এমনকি, রুট ক্যানাল ট্রিটমেন্টেও ক্ষতিসাধন করতে পারে টুথপিকের খোঁচা (harmful sides of toothpick)৷
দাঁতের মাঝে ফাঁক-
টুথপিকে অতিরিক্ত ব্যবহারে দাঁতের মাঝে ফাঁক তৈরি হয়৷ এর ফলে চোয়ালে যন্ত্রণা দেখা দেয়৷ দাঁত বেশি ফাঁক হয়ে গেলে খাবারের অংশ আটকে যাওয়ার প্রবণতা বেড়ে যায় অনেকটাই৷
advertisement
advertisement
টুথপিক দিয়ে দাঁত খোঁচানোর অভ্যাস থাকলে ক্ষতিগ্রস্ত হয় এনামেলের স্তর৷ ফলে ক্রমশই দুর্বল হয়ে পড়ে দাঁত৷
ঘন ঘন অনাবশ্যক টুথপিক ব্যবহার ক্ষতি করে দাঁতের শিকড়েরও৷  টুথপিক ব্যবহারের সময় যদি এর সামান্যতম অংশও মাড়ির সঙ্গে আটকে যায়, তাহলে ক্ষতি হতে পারে মাড়ির টিস্যুরও৷
advertisement
অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা থাকে৷ তাঁদের ক্ষেত্রে চিকিৎসকরা বিশেষভাবে টুথপিক ব্যবহার করতে নিষেধ করেন৷ কারণ এই সমস্যায় টুথপিক ব্যবহার করলে সমস্যা আরও জটিল হয়৷
টুথপিক বা দেশলাই দিয়ে দাঁত পরিষ্কার করতে সর্বতোভাব নিষেধ করেন চিকিৎসকরা৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন নিমের দাঁতন৷ নিমের দাঁতন দিয়ে দাঁত পরিষ্কার করার ফলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বেরিয়ে যায়৷ নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের স্বাস্থ্য ভাল রাখে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harmful Toothpick: টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement