Harmful Toothpick: টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন

Last Updated:

দাঁতের গঠনে, এমনকি, রুট ক্যানাল ট্রিটমেন্টেও ক্ষতিসাধন করতে পারে টুথপিকের খোঁচা (harmful sides of toothpick)

ওরাল হেল্থ বা মুখের ভিতরের স্বাস্থ্য শরীরের সার্বিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ (oral health)৷  আমাদের দাঁত ও মাড়ি থেকে অনেক সময়েই জীবাণু শরীরের ভিতরে প্রবেশ করে৷ ফলে বিঘ্নিত হয় সুস্থতা৷ দাঁত ও  মাড়িকে সুস্থ রাখার পিছনে টুথপিক বা দাঁতখড়কে খলনায়ক৷ টুথপিক ঠিকমতো ব্যবহার না করলে এর থেকে দাঁত ও মাড়ির ক্ষতিসাধন অবধারিত৷ টুথপিকের আঘাতে মাড়িতে সংক্রমণ হতে পারে৷ তাছাড়া দাঁতের গঠনে, এমনকি, রুট ক্যানাল ট্রিটমেন্টেও ক্ষতিসাধন করতে পারে টুথপিকের খোঁচা (harmful sides of toothpick)৷
দাঁতের মাঝে ফাঁক-
টুথপিকে অতিরিক্ত ব্যবহারে দাঁতের মাঝে ফাঁক তৈরি হয়৷ এর ফলে চোয়ালে যন্ত্রণা দেখা দেয়৷ দাঁত বেশি ফাঁক হয়ে গেলে খাবারের অংশ আটকে যাওয়ার প্রবণতা বেড়ে যায় অনেকটাই৷
advertisement
advertisement
টুথপিক দিয়ে দাঁত খোঁচানোর অভ্যাস থাকলে ক্ষতিগ্রস্ত হয় এনামেলের স্তর৷ ফলে ক্রমশই দুর্বল হয়ে পড়ে দাঁত৷
ঘন ঘন অনাবশ্যক টুথপিক ব্যবহার ক্ষতি করে দাঁতের শিকড়েরও৷  টুথপিক ব্যবহারের সময় যদি এর সামান্যতম অংশও মাড়ির সঙ্গে আটকে যায়, তাহলে ক্ষতি হতে পারে মাড়ির টিস্যুরও৷
advertisement
অনেকেরই মাড়ি থেকে রক্ত পড়ার প্রবণতা থাকে৷ তাঁদের ক্ষেত্রে চিকিৎসকরা বিশেষভাবে টুথপিক ব্যবহার করতে নিষেধ করেন৷ কারণ এই সমস্যায় টুথপিক ব্যবহার করলে সমস্যা আরও জটিল হয়৷
টুথপিক বা দেশলাই দিয়ে দাঁত পরিষ্কার করতে সর্বতোভাব নিষেধ করেন চিকিৎসকরা৷ পরিবর্তে ব্যবহার করতে পারেন নিমের দাঁতন৷ নিমের দাঁতন দিয়ে দাঁত পরিষ্কার করার ফলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বেরিয়ে যায়৷ নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের স্বাস্থ্য ভাল রাখে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Harmful Toothpick: টুথপিক ব্যবহারের বদঅভ্যাস আছে? জানুন দাঁত ও মাড়ির কতটা ক্ষতি করছেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement