TRENDING:

Ayurvedic tips for eye health: দীর্ঘ স্ক্রিনযাপনে চোখ রণক্লান্ত? দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে সঙ্গে থাকুক এই আয়ুর্বেদিক উপাদানগুলি

Last Updated:

Ayurvedic ingredients to keep your eyesight strong : আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর ঐশ্বর্য সন্তোষ মনে করেন, আমলকি, ঘি, কিশমিশ, সৈন্ধব লবণ, ত্রিফার মতো উপাদান স্বাস্থ্য ও চোখের উজ্জ্বলতার জন্য কার্যকর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অতিমারির খারাপ দিকগুলির অন্যতম আমাদের চোখের উপর স্ক্রিনটাইমের দীর্ঘমেয়াদী কুপ্রভাব৷ ওয়ার্ক ফ্রম হোমের নিয়মে ছাত্র থেকে অফিসচাকুরে, সকলেরই স্ক্রিনটাইম বেড়ে গিয়েছে বহুগুণ৷ দীর্ঘ দিন ধরে এর প্রভাবে আমাদের চোখের স্বাস্থ্য কমবেশি অনেকটাই ব্যাহত হয়েছে৷ নিয়মিত চোখের ব্যায়াম, শুশ্রূষা, চেক আপ এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ পাশাপাশি সাহায্য নেওয়া যেতে পারে আয়ুর্বেদ শাস্ত্রেরও৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর ঐশ্বর্য সন্তোষ মনে করেন, আমলকি, ঘি, কিশমিশ, সৈন্ধব লবণ, ত্রিফার মতো উপাদান স্বাস্থ্য ও চোখের উজ্জ্বলতার জন্য কার্যকর৷ (Ayurvedic ingredients to keep your eyesight strong)
কিন্তু উল্টোদিকে যদি কোনও মহিলার ক্ষেত্রে এমনটা হয় তা কিন্তু তার জন্য মোটেই ভালো নয়। কোনও মহিলার যদি ডান চোখ ফড়ফড় করে তবে তা অশুভ সঙ্কেত হয় তাঁর জন্য। বিশ্বাস করা হয়, এই ধরণের চোখ কাঁপা ওই মহিলার জন্য খারাপ ইঙ্গিত বহন করে আনে। মনে করা হয় যে ওই মহিলার কাজ বিগড়োতে পারে বা কোনও বিঘ্ন ঘটতে পারে আগামী দিনে।
কিন্তু উল্টোদিকে যদি কোনও মহিলার ক্ষেত্রে এমনটা হয় তা কিন্তু তার জন্য মোটেই ভালো নয়। কোনও মহিলার যদি ডান চোখ ফড়ফড় করে তবে তা অশুভ সঙ্কেত হয় তাঁর জন্য। বিশ্বাস করা হয়, এই ধরণের চোখ কাঁপা ওই মহিলার জন্য খারাপ ইঙ্গিত বহন করে আনে। মনে করা হয় যে ওই মহিলার কাজ বিগড়োতে পারে বা কোনও বিঘ্ন ঘটতে পারে আগামী দিনে।
advertisement

আরও পড়ুন : ফাল্গুনেই বাঁধা পড়ছেন সাতপাকে? জেনে নিন সুখী ও দীর্ঘ দাম্পত্যের মূল মন্ত্র

ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন কেন এই উপাদানগুলি চোখের জন্য দরকারি-

সন্তোষের কথায়, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে৷ কমলালেবুর তুলনায় অন্তত ২০ গুণ বেশি৷ রেটিনাল সেল ভাল রাখার ভিটামিন সি তাৎপর্যপূ্র্ণ৷ অনেকেই জানেন না আমলকি চোখের জন্য খুবই উপকারী৷ ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে আমলিক কাজ করে জাদুবৎ৷ বিশেষজ্ঞদের মতে, ত্রিফলা গুঁড়ো ঘি ও মধুর সঙ্গে মিশিয়ে রাতে খেলে চোখের স্বাস্থ্য ভাল থাকে৷

advertisement

আরও পড়ুন : শারীরিক সম্পর্কে মেতে উঠবেন ভ্যালেন্টাইন্স ডে-তে? বিপদ এড়াতে মনে রাখুন এই বিষয়গুলিও

লক্ষণীয়ভাবে, সৈন্ধব নুন হল একমাত্র নুন যা চোখের স্বাস্থ্য ভাল রাখে৷ তাই সাধারণ নুনের পরিবর্তে ডায়েটে রাখুন সৈন্ধব নুন৷ এই নুন দিন রান্নাতেও৷ পাশাপাশি, কিশমিশ দৃষ্টিশক্তি ও চোখের সার্বিক স্বাস্থ্য ভাল রাখে৷ কারণ কিশমিশে আছে পলফেনলিক ফাইটোনিউট্রিয়েন্টস৷ ফলে দৃষ্টিশক্তির ক্ষতিকারক এমন পরিস্থিতি দূর করে৷ চোখের পেশি সুস্থ রাখে৷ কিশমিশের পাশাপাশি মধুও চোখের স্বাস্থ্য উন্নত করে৷

advertisement

আরও পড়ুন : সঙ্গিনীর কাছে এই কথাগুলো গোপনই থাকুক, চান প্রত্যেক পুরুষ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সকলের শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান, তা হল ঘি৷ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, চোখের জন্য ঘি খুব উপকারী৷ আয়ু্র্বেদ শাস্ত্রে বিভিন্ন রকমের মেডিকেটেড ঘি পাওয়া যায়৷ চোখের সমস্যা দূর করার জন্য বিশেষ ধরনের ঘি-ও পাওয়া যায় আয়ুর্বেদে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ayurvedic tips for eye health: দীর্ঘ স্ক্রিনযাপনে চোখ রণক্লান্ত? দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে সঙ্গে থাকুক এই আয়ুর্বেদিক উপাদানগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল