রোমান্টিক ডেট থেকে সপ্তাহান্তের নিভৃত সফর-ভ্যালেন্টাইন্স ডে পালনের উপায় বিভিন্নরকম৷ অনেকেই বলেন প্রেমের জন্য নির্দিষ্ট কোনও দিন হতে পারে না৷ কিন্তু উপলক্ষ খুঁজে উদযাপনে বাধা কোথায়? অবশ্য নতুন প্রজন্মের কাছে উপলক্ষের ধরন পাল্টে গিয়েছে অনেকটাই৷ গোলাপ, কার্ড পেরিয়ে তাঁরা অনেক বেশি সাহসী৷ ভ্যালেন্টাইন্স ডে পালনের উদযাপন তাঁদের কাছে শারীরিক সম্পর্কও৷(Tips to have safe sex on valentine’s day)
শারীরিক সম্পর্কের পরও পালনীয় একাধিক বিধি আছে৷ সেগুলির মধ্যে অন্যতম হল, শারীরিক সম্পর্কের পর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া৷ জীবাণুঘটিত সংক্রমণ এড়িয়ে থাকার জন্য ভ্যাজাইনাল সেক্সের পরই গোপনাঙ্গ ভাল করে পরিষ্কার করা প্রয়োজন৷ ভালবাসা ও ভাললাগার ধারা বজায় রাখতে যৌন সম্পর্কের পর একসঙ্গে স্নানও সারতে পারেন৷ তাছাড়া বিশেষ করে যৌনরোগের আশঙ্কা এড়াতে মহিলাদের বলা হয় শারীরিক সম্পর্কের পরই মূত্রত্যাগ করতে৷ তাহলে যৌনরোগের আশঙ্কা কমে আনেকটাই৷