Relationship : সঙ্গিনীর কাছে এই কথাগুলো গোপনই থাকুক, চান প্রত্যেক পুরুষ

Last Updated:
কথায় যতই বলা হোক না কেন, নারীর মনের রহস্য জানতে পারেন না ঈশ্বরও, আসলে পুরুষরাও কম জটিল নন৷ এমন অনেক বিষয়ই আছে, যেগুলি নিয়ে পুরুষরা সততার সঙ্গে কথা বলেন না৷ এবং করুণতম বিষয় হল, তাঁরা ভাবেন সে বিষয়ে মহিলারা কিছু জানেন না৷ আসলে, পুরুষরাই চান না মহিলারা এই বিষয়ে কিছু জানুন৷ আসুন, দেখে নেওয়া যাক, চারটি এমন বিষয় যেগুলি পুরুষরা মহিলাদের কাছ থেকে গোপন রাখতেই চান৷ (Things men want not to be revealed to their partners)
প্রিয়তম পুরুষ বন্ধু থেকে নিরাপত্তাহীনতা-
প্রেমিকা বা স্ত্রীর প্রিয় পুরুষ বন্ধুদের সম্বন্ধে মোটেও জানতে চান না পুরুষ৷ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পুরুষ তাঁর অনুভূতি লুকিয়ে রাখতে চান৷ এই নিরাপত্তাহীনতার উৎস অন্য এক পুরুষ৷ প্রেমিকা বা স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার সঙ্গে অধিকারবোধ তখন মিলেমিশে যায়৷
advertisement
advertisement
হারিয়ে যাওয়া ক্রাশ, অতীতের কোনও প্রেমজ সম্পর্ক থেকে শুরু করে বর্তমানের পছন্দের নারী-এ সবই পুরুষ লুকিয়ে রাখতে চায়৷ পুরুষ দেখাতে চায় তার জীবনসঙ্গিনীই একমাত্র নারী৷ মনোর অন্য কোনও পছন্দ বা আকর্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই গোপন রাখতে মরিয়া হয়ে ওঠেন তাঁরা৷ কিন্তু ভুলে যান সঙ্গিনীর প্রতি বিশ্বস্ত থেকেও আকর্ষণের কথা প্রকাশ করা যায়৷ সেক্ষেত্রে মুক্তি পাওয়া যায় সসেমিরা অবস্থা থেকেও৷
advertisement
পুরুষ নিজেই যথেষ্ট জটিল৷ এমনও পরিস্থিতি আসে, যখন তাঁরা জানেন না বা বুঝতে পারেন না কী করবেন৷ তাঁরা প্রতিশ্রুতি দিয়েও সেগুলি রাখতে ব্যর্থ হন৷ ফলে কাজে আর আচরণে আকাশ পাতাল পার্থক্য থেকে যায়৷
advertisement
ভারতীয় সমাজে আশৈশব ছেলেদের শেখানো হয় মানসিকভাবে দৃঢ় থাকতে৷ বাকি পাঁচজনের কাছে নিজের আবেগ প্রকাশ করে না ফেলতে৷ তাহলে নাকি তাদের দুর্বল ভাববে সমাজ৷ এর ফলে কার্যত বিঘ্নিত হয় তাঁদের মানসিক স্বাস্থ্য৷ এই অচলায়ন ভেঙে ফেলে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই মানসিক ভাবে দুর্বল হওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন৷ মানসিক দৌর্বল্য থেকে যে মন উজাড় করার সুযোগ আসে, সেটাও প্রশমনের প্রলেপন হয়ে দাঁড়ায়৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : সঙ্গিনীর কাছে এই কথাগুলো গোপনই থাকুক, চান প্রত্যেক পুরুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement