যে সমস্ত মহিলারা ঘরে হাতের কাজের বিভিন্ন জিনিস তৈরি তাদেরকে আরও উৎসাহী করার জন্য প্রতিবছর হ্যামিল্টনগঞ্জে এই প্রদর্শনী মেলার আয়োজন হয়। এলাকার মহিলারা এই উদ্যোগ নেন।পুজোর আগে নিজেদের হাতের কাজ সকলের সামনে এভাবেই তুলে ধরেন তারা। পাশাপাশি থাকে স্বনির্ভর হওয়ার সুযোগ। এলাকার প্রায় ১৫ জন মহিলা এই প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করেছেন।
advertisement
পুজোর আগে সস্তায় এই জিনিসগুলি ক্রয় করতে ভিড় জমাচ্ছেন মহিলারা। রয়েছে বেশি আধুনিক নকশার গয়না। নজর কাড়ছে বেশি ক্লে দিয়ে তৈরি গয়না। মাটির তৈরি দেবী মূর্তির গয়না তো রয়েছে, তার সঙ্গে নয়নতারা, সূর্যমুখী, কাঠগোলাপ ফুলের গয়না পড়তে ভালবাসেন আধুনিকারা। এই গয়না গুলি মিলছে সস্তা দামে। শুধু হ্যামিল্টনগঞ্জ নয়, কালচিনি, জয়গাঁ থেকে আসছেন এখানে ক্রেতারা বলে জানা যায়।
প্রদর্শনীতে যোগ দেওয়া দেবস্মিতা কর নামের এক যুবতী জানান, ‘সকলের মুখে যাতে হাসি তার জন্য ৫০ থেকে ৩৫০-এর মধ্যে গয়না আছে। কাপড় রাখা হয়েছে ১০০০ টাকার মধ্যে। এবারে প্রচুর মহিলারা এসে জিনিসপত্র কিনছে প্রদর্শনী থেকে। যা দেখে আমাদের ভাল লাগছে।’