TRENDING:

Durga Puja Fashion: শাড়ি-গয়নার অফুরন্ত কালেকশন, পুজোর আগে লাস্ট মিনিটে ঢুঁ মারুন এখানে, কোথায় জানেন?

Last Updated:

Durga Puja Fashion: পুজোর আগে বড় চমক হ্যামিল্টনগঞ্জ এলাকার মহিলাদের।হাতে তৈরি গয়না থেকে শুরু করে বুটিকের শাড়ি সব মিলছে এক ছাদের তলায়। পুজোর প্রাক মুহূর্তে নিজেদের সাজিয়ে তুলতে ভিড় জমছে মহিলাদের হ্যামিল্টনগঞ্জের গ্রাম পঞ্চায়েত হলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: পুজোর আগে বড় চমক হ্যামিল্টনগঞ্জ এলাকার মহিলাদের। হাতে তৈরি গয়না থেকে শুরু করে বুটিকের শাড়ি সব মিলছে এক ছাদের তলায়। পুজোর প্রাক মুহূর্তে নিজেদের সাজিয়ে তুলতে ভিড় জমছে মহিলাদের হ্যামিল্টনগঞ্জের গ্রাম পঞ্চায়েত হলে।
advertisement

যে সমস্ত মহিলারা ঘরে হাতের কাজের বিভিন্ন জিনিস তৈরি তাদেরকে আরও উৎসাহী করার জন্য প্রতিবছর হ্যামিল্টনগঞ্জে এই প্রদর্শনী মেলার আয়োজন হয়। এলাকার মহিলারা এই উদ্যোগ নেন।পুজোর আগে নিজেদের হাতের কাজ সকলের সামনে এভাবেই তুলে ধরেন তারা। পাশাপাশি থাকে স্বনির্ভর হওয়ার সুযোগ। এলাকার প্রায় ১৫ জন মহিলা এই প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করেছেন।

advertisement

আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! মা দুর্গার সবচেয়ে প্রিয় ৫ রাশির ‘জ্যাকপট’, কাঙাল থেকে হবেন রাজা, টাকা গুণে শেষ হবে না, যা ছোঁবেন তাই সোনা

পুজোর আগে সস্তায় এই জিনিসগুলি ক্রয় করতে ভিড় জমাচ্ছেন মহিলারা। রয়েছে বেশি আধুনিক নকশার গয়না। নজর কাড়ছে বেশি ক্লে দিয়ে তৈরি গয়না। মাটির তৈরি দেবী মূর্তির গয়না তো রয়েছে, তার সঙ্গে নয়নতারা, সূর্যমুখী, কাঠগোলাপ ফুলের গয়না পড়তে ভালবাসেন আধুনিকারা। এই গয়না গুলি মিলছে সস্তা দামে। শুধু হ্যামিল্টনগঞ্জ নয়, কালচিনি, জয়গাঁ থেকে আসছেন এখানে ক্রেতারা বলে জানা যায়।

advertisement

View More

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঙ্গলের দুরন্ত চালে ৩ রাশির ‘জ্যাকপট’! অফুরন্ত টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রদর্শনীতে যোগ দেওয়া দেবস্মিতা কর নামের এক যুবতী জানান, ‘সকলের মুখে যাতে হাসি তার জন্য ৫০ থেকে ৩৫০-এর মধ্যে গয়না আছে। কাপড় রাখা হয়েছে ১০০০ টাকার মধ্যে। এবারে প্রচুর মহিলারা এসে জিনিসপত্র কিনছে প্রদর্শনী থেকে। যা দেখে আমাদের ভাল লাগছে।’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Fashion: শাড়ি-গয়নার অফুরন্ত কালেকশন, পুজোর আগে লাস্ট মিনিটে ঢুঁ মারুন এখানে, কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল