জানা গিয়েছে, বাঁশদ্রোণীর সোনালি পার্কে বাড়ির কাছেই একটি জিমে গত তিন মাস ধরে ব্যায়াম করতে যাচ্ছিলেন ঋত্বিকা৷ ওজন বেড়ে যাওয়ার কারণেই জিমে ভর্তি হয়েছিলেন তিনি৷ প্রায় ৮৫ কেজি ওজন হয়ে গিয়েছিল ওই তরুণীর৷
এ দিনও বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বের হন তৃতীয় বর্ষের ছাত্রী বছর ১৯-এর ঋত্বিকা৷ িজমে গিয়ে কিছুটা গা ঘামানোর পরই তাঁর বুকে ব্যথা হচ্ছে বলে এক বান্ধবীকে জানান ওই তরুণী৷ ওই প্রত্যক্ষদর্শীর কথায়, এর পরে অ্যারোবিক্স শুরু করার পরই সংজ্ঞা হারান ঋত্বিকা৷
advertisement
আরও পড়ুন: নিউটাউনে সরকারি আবাসনের ভিতর যুবকের মৃতদেহ, হঠাৎ রহস্য মৃত্যু নিয়ে
সঙ্গে সঙ্গেই ওই তরুণীর মাকে খবর দেওয়া হয়৷ অটো ডেকে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণীর মৃত্যু হয়েছে৷
ওই তরুণীর পরিবারের অবশ্য দাবি, তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না৷ এ দিনও জিমে যাওয়ার সময় সুস্থই ছিলেন তিনি৷ ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ময়না তদন্তের পরই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণিতে পড়ার সময় একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন ঋত্বিকা৷ তখন অবশ্য গ্যাসের সমস্যা থেকে ঋত্বিকা সংজ্ঞাহীন হয়েছিলেন বলে চিকিৎসক জানিয়েছিলেন বলে দাবি তরুণীর পরিবারের৷