TRENDING:

Young woman dies at gym in Bansdroni: জিমে গিয়ে হঠাৎ বুকে ব্যথা, ওজন কমাতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাঁশদ্রোণীর তরুণীর

Last Updated:

বাড়ির পাশে একটি জিমেই নিয়মিত ব্যায়াম করতে যেতেন ঋত্বিকা৷ এ দিনও বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বের হন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঁশদ্রোণীতে জিম করতে গিয়ে তরুণীর রহস্যমৃত্যু৷ এ দিন বিকেলে বাড়ির কাছেই একটি জিমে ব্যায়াম করতে যান ঋত্বিকা দাস নামে ওই তরুণী৷ তখনই বুকে ব্যথা অনুভব করেন তিনি৷ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, বাঁশদ্রোণীর সোনালি পার্কে বাড়ির কাছেই একটি জিমে গত তিন মাস ধরে ব্যায়াম করতে যাচ্ছিলেন ঋত্বিকা৷ ওজন বেড়ে যাওয়ার কারণেই জিমে ভর্তি হয়েছিলেন তিনি৷ প্রায় ৮৫ কেজি ওজন হয়ে গিয়েছিল ওই তরুণীর৷

এ দিনও বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বের হন তৃতীয় বর্ষের ছাত্রী বছর ১৯-এর ঋত্বিকা৷ িজমে গিয়ে কিছুটা গা ঘামানোর পরই তাঁর বুকে ব্যথা হচ্ছে বলে এক বান্ধবীকে জানান ওই তরুণী৷ ওই প্রত্যক্ষদর্শীর কথায়, এর পরে অ্যারোবিক্স শুরু করার পরই সংজ্ঞা হারান ঋত্বিকা৷

advertisement

আরও পড়ুন: নিউটাউনে সরকারি আবাসনের ভিতর যুবকের মৃতদেহ, হঠাৎ রহস্য মৃত্যু নিয়ে

সঙ্গে সঙ্গেই ওই তরুণীর মাকে খবর দেওয়া হয়৷ অটো ডেকে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণীর মৃত্যু হয়েছে৷

ওই তরুণীর পরিবারের অবশ্য দাবি, তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না৷ এ দিনও জিমে যাওয়ার সময় সুস্থই ছিলেন তিনি৷ ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ময়না তদন্তের পরই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবার সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণিতে পড়ার সময় একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন ঋত্বিকা৷ তখন অবশ্য গ্যাসের সমস্যা থেকে ঋত্বিকা সংজ্ঞাহীন হয়েছিলেন বলে চিকিৎসক জানিয়েছিলেন বলে দাবি তরুণীর পরিবারের৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Young woman dies at gym in Bansdroni: জিমে গিয়ে হঠাৎ বুকে ব্যথা, ওজন কমাতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাঁশদ্রোণীর তরুণীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল