দমকল সূত্রে জানা যায়, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। কুলিং প্রসেস চলছে। সকাল ৬.২০ নাগাদ বাঘাযতীন রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পরে আশপাশের দোকানেও। অগ্নিকাণ্ডে দোকানের ভিতরে থাকা কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই । কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ।
advertisement
অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। প্রায় আধঘণ্টা ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। এর প্রভাব পড়ে আপ লাইনেও। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সোমবার সকালে ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
গত বছর ডিসেম্বর মাসেই আগুন লাগে বাঘাযতীন স্টেশনের অদূরে রামগড় বাজারে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় ৪০ টি দোকান। রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে, ঘিঞ্জি বাজার এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৭ টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তার কিছুদিন আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আনন্দপুরের গুলশন কলোনিতে । বহুতলের নীচে থাকা রাসায়নিক গোডাউনে আগুন লেগেছিল। ভিতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।
