নিউটাউনে সরকারি আবাসনের ভিতর যুবকের মৃতদেহ, হঠাৎ রহস্য মৃত্যু নিয়ে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার ভোরবেলায় নিউটাউন আকাঙ্খা আবাসনের ভিতরে ক্লাসিক থ্রি টাওয়ারের নিচে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তাকর্মী।
#কলকাতা: নিউটাউনে সরকারি আবাসনের ভিতর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, এই মৃত যুবক এই আবাসনের বাসিন্দা নয়।
তবে কী কারণে এই আবাসনে এসেছিলেন তিনি, কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন কি? খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা না অন্য কোনও রহস্য রয়েছে এই মৃত্যুর পিছনে, তা তদন্ত করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: গরু পাচারে শুধু শাসক দলের নেতারাই যুক্ত নন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর!
মঙ্গলবার ভোরবেলায় নিউটাউন আকাঙ্খা আবাসনের ভিতরে ক্লাসিক থ্রি টাওয়ারের নিচে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক নিরাপত্তাকর্মী। খবর দেওয়া হয় আবাসিকদের। আবাসিকরা টেকনো সিটি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের নাম ঈশান নিধারিয়া (২১)। এই সরকারি আবাসনে যুবক কী করে ঢুকলেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
আবাসিকদের দাবী, এই যুবক এই আবাসনের বাসিন্দা নন। তবে এই যুবক কী করতে এসেছিলেন এই আবাসনে, তা খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ। কারও সঙ্গে কী দেখা করতে এসেছিলেন, এই যুবক, খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তদন্তকারী অফিসারেরা সেটিও দেখছেন।
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 8:32 AM IST