নিখোঁজ ছাত্রীর বয়স ১৪ বছর। কিশোরী ছাত্রীকে তার বাবা মা প্রতিদিন স্কুল থেকে আনতে যেত। গতকাল স্কুলে আনতে যাওয়ার পর ছাত্রীর বাবা মা দেখেন স্কুলে নেই তাঁদের সন্তান। স্বাভাবিক ভাবেই ভয়ঙ্কর দু:শ্চিন্তায় রয়েছেন ওই কিশোরীর বাবা মা এবং পরিবারের সকলে।
আরও পড়ুন: উৎসবের আনন্দ আর আধুনিকতা প্রযুক্তির সঙ্গত, হাওড়া ব্রিজ সেজে উঠেছে আলপনায়
advertisement
কিন্তু স্কুল থেকে কীভাবে নিখোঁজ হল ওই ছাত্রী? অভিভাবক ছাড়াই কেন স্কুল থেকে ছাড়া হল মেয়েকে? স্কুলের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানান হয়নি। এখনও পর্যন্ত ওই কিশোরীর নিখোঁজের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
দক্ষিণ কলকাতার এক নামী প্রতিষ্ঠান থেকে ছাত্রী নিখোঁজ হওয়ায় প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। মাত্র ১৪ বছরের ওই ছাত্রী সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 2:15 PM IST