সেতু দিয়ে চলাচলের সময় লক্ষ্য করা যাবে ছোট ছোট গর্ত হয়েছে। এই গর্ত বড় হতে বেশি সময় একেবারেই নেবে না।বিবাড়ি এলাকা জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। ২০২৩ সালে বর্ষাকালে ভেঙে পড়েছিল বিবাড়ি সেতুটি। সেই সময় গোবরজ্যোতি নদীতে নৌকা নামিয়ে ১০ দিনের মতো চলে যাতায়াত। সেই সময় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা জরুরি ভিত্তিতে তৈরি করেছিল সেতুটি।
advertisement
আরও পড়ুনঃ শীতের শুরুতেই বদলে গেল ইকো-পার্কের সময়সূচি, সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন
দু’বছর কেটে গিয়েছে ঘটনার কিন্তু তারপরেও মানুষের মনে ভয় রয়ে গিয়েছে। হেঁটে এই সেতু পাড় হতে চান না এলাকাবাসীরা। তাঁদের মনে ভয় চেপে বসেছে যদি সেতু ভেঙে যায়।এই সেতু নিয়ে একাধিকবার জয়গাঁ উন্নয়ন পর্ষদে জানান বাসিন্দারা। এরপর তা জেলা প্রশাসনকে জানানো হয়।বিষয়টি রাজ্য সরকার অবদি জানানো হয়। এরপরই গোবরজ্যোতি নদীর ওপর সেতু নতুন করে তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান।
তিনি জানান, “সেতু তৈরির আগে ডাইভারশন দরকার। সেই কাজটি চলছে। পূর্ত দফতরের পক্ষ থেকে কাজটি করা হচ্ছে। জে ডি এ দেখভালের দায়িত্বে রয়েছে। সেতু তৈরির বাজেট খুব শীঘ্রই করা হবে।” জানা গিয়েছে পূর্ত দফতরের পক্ষ থেকে ডাইভারসন তৈরিতে ১৪টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছে।প্রায় ৭০০ মিটার লম্বা রাস্তা তৈরি হচ্ছে। রাস্তায় পিচ ঢালার কাজ বাকি। সেতুর পাশেই নিচ দিয়ে রাস্তাটি তৈরি হয়েছে। নতুন সেতু হয়ে গেলেই কম সময়ে যাওয়া যাবে ভুটান।





