২২ মে ২০২৪-এ করা FIR এর উপর কোনও প্রক্রিয়া হবে না জানিয়ে দিয়েছে আদালত। ৩১ জানুয়ারি পর্যন্ত FIR মুখ বন্ধ করল হাইকোর্ট। মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ ৮ জানুয়ারি ফের হবে মামলার শুনানি।
advertisement
এই নির্দেশের ফলে আরও দুই মাসের বেশি স্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে আপাতত শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস তথা বাড়িতে পুলিশি তল্লাশি এখনও করা যাবে না।
আরও পড়ুন: আমেরিকায় গেলে ভারতের ‘১ লাখ’ টাকা কত টাকায় গিয়ে পৌঁছয়…, দেখে নিন ‘ক্যালকুলেশন’!
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে পুলিশ শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালিয়েছিল। স্বতঃপ্রণোদিত এফআইআর করা হয় কোলাঘাট থানার তরফে। সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় পুলিশি অভিযানের উপর স্থগিতাদেশ জারি করা হয়।
আজ ফের কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয়েছিল। তাতেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনও এফআইআর সংক্রান্ত পদক্ষেপ করা যাবে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আগামী ৮ জানুয়ারি ফের হবে মামলার শুনানি।
